হোম > বিশ্ব > ভারত

স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, ৩ সহকর্মীকে গুলি করে হত্যা করল পুলিশ 

ভারতের সিকিম রাজ্যের এক পুলিশ সদস্য তাঁরই ৩ সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন। প্রবীণ রায় নামে ওই পুলিশ সদস্যের দাবি, ওই ৩ সদস্য তাঁর স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করেছিল। দেশটির রাজধানী নয়া দিল্লির হায়দারপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয়া দিল্লির ওই ঘটনার পর প্রবীণ রায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ওই ব্যক্তিসহ তাঁর তিন সহকর্মীকে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের আওতায় দিল্লিতে মোতায়েন করা হয়েছিল। স্থানীয় একটি পানির পাম্পের নিরাপত্তা নিশ্চিত করতেই মোতায়েন করা হয়েছিল। 

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার প্রণব তায়াল বলেছেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পাওয়া যায় সিকিম পুলিশের ৩ সদস্য পড়ে রয়েছেন। তাদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যান এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে স্থানীয় বিএসএ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।’ 

পুলিশের বিশেষ কমিশনার দীপেন্দ্র পাঠক বলেছেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায় জানিয়েছেন, তাঁর ওই ৩ সহকর্মী তাঁর স্ত্রীকে নিয়ে ক্রমাগত নোংরা মন্তব্য করে তাঁকে মানসিকভাবে হয়রানি করছিল।’ 

দিল্লির এই ঘটনাটি ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের এমনই এক ঘটনার মাত্র দুই দিন পর ঘটল। কাশ্মীরের ওই ঘটনায় ইন্দো–তিব্বতীয় বর্ডার পুলিশের এক জওয়ান তাঁর ৩ সহকর্মীকে গুলি করে আহত করে এবং নিজেও গুলিতে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটে কাশ্মীরের উধামপুরে জেলায় গত রোববার।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা