ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। রাজ্যগুলো হলো উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুর। এবার ফলাফলের পালা। আজ বৃহস্পতিবার ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে সবগুলো আসনের ফলাফলে দেখা গেছে, ২৭৩টিতে এগিয়ে রয়েছে বিজেপি। সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ১১৯টিতে।
বড় বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে উত্তর প্রদেশের মন্ত্রী সতীশ মাহানা বলেছেন, ‘আমরা হিন্দু-মুসলিম ভিত্তিতে ভেদাভেদ করি না। আমরা সবার জন্য কাজ করি। মোদিজি ও যোগীজির নেতৃত্বে সবাই উপকৃত হয়। এবার আমাদের ভোট বেড়েছে। এটা জনগণের আস্থার বহিঃপ্রকাশ। যোগীজি ইউপিকে মাফিয়ামুক্ত করেছেন।’
সতীশ মাহানা বলেন, ‘আমরা এখন উন্নয়নের সঙ্গে এগিয়ে যাব এবং ইউপিকে ভারতের একটি নেতৃস্থানীয় রাজ্যে পরিণত করব। ইউপির জন্য আমাদের বড় পরিকল্পনা রয়েছে। আমাদের অনেক কাজ করার আছে। আমাদের ভালো কাজ এবং কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।’
উল্লেখ্য, শুধু উত্তর প্রদেশে নয়; উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরেও এগিয়ে রয়েছে বিজেপি। পাঞ্জাবে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। সবগুলো রাজ্যেই পিছিয়ে রয়েছে কংগ্রেস।