হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে হুমায়ুনের সমাধিসৌধের পাশে দরগাহের ছাদ ধসে ৫ জনের মৃত্যু

কলকাতা প্রতিনিধি  

ছবি: এএনআই

আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে যখন গোটা দেশ স্বাধীনতার ৭৯তম বার্ষিকী উদ্‌যাপনে মগ্ন, তখনই দিল্লির নিজামুদ্দিন এলাকায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ঐতিহাসিক হুমায়ুনের সমাধিসৌধ চত্বরের ভেতরে অবস্থিত দরগাহ শরিফে পত্তে শাহের একটি পুরোনো ঘরের ছাদ হঠাৎ ধসে পড়ে। বিকেল সাড়ে ৪টা নাগাদ ঘটনাটি ঘটে এবং তৎক্ষণাৎ ধ্বংসস্তূপে আটকে পড়েন একাধিক মানুষ।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রবল শব্দে ছাদ ভেঙে পড়ে এবং ধুলোয় ঢেকে যায় আশপাশ। খবর পেয়ে দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস ও এনডিআরএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, প্রথমে আশঙ্কা করা হয়েছিল, আট থেকে নয়জন ভেতরে আটকা রয়েছেন, তবে দ্রুত উদ্ধারকাজ চালিয়ে মোট ১১ জনকে বের করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় এবং অন্যদের গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন আর কেউ ভেতরে আটকা নেই। মৃতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারি তরফে এখনো চূড়ান্ত রিপোর্ট প্রকাশ না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঠামোর বয়সজনিত দুর্বলতা ও সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে ছাদ ভেঙে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ দুর্ঘটনা প্রমাণ করছে যে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা ও তার সংলগ্ন ঐতিহাসিক ভবনগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। দিল্লি সরকারের মুখপাত্র জানিয়েছেন, অবিলম্বে সমস্ত পুরোনো ও ঝুঁকিপূর্ণ স্থাপনার জরুরি পরিদর্শন শুরু হবে। স্বাধীনতা দিবসের দিনে এমন ঘটনা রাজধানীতে শোকের আবহ তৈরি করেছে এবং ঐতিহ্য রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহুদিন ধরে ভবনের কিছু অংশে মেরামতের প্রয়োজন ছিল, কিন্তু তা হয়নি। এখন তদন্তের ফলাফলের অপেক্ষায় সবাই, যাতে এ ধরনের দুঃখজনক ঘটনা আর না ঘটে।

১৬ শতকে নির্মিত হুমায়ুনের স্মৃতিসৌধ মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন এবং ভারতের পর্যটন মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এ দুর্ঘটনা শুধু ঐতিহাসিক স্থাপনার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছে না, বরং ভবিষ্যতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাও সামনে নিয়ে এসেছে।

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস