হোম > বিশ্ব > ভারত

প্যারোলে মুক্তি পেয়ে মিউজিক ভিডিও বানালেন ২০ বছর দণ্ডপ্রাপ্ত রাম রহিম সিং 

ভারতের উত্তর প্রদেশের বিতর্কিত ধর্মীয় নেতা গুরমিত রাম রহিম সিং সম্প্রতি কারাগার থেকে প্যারোলে মুক্তি পান। আর মুক্তি পেয়েই একটি মিউজিক ভিডিও বানিয়েছেন তিনি। তাঁর ওই ভিডিও জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউবে বেশ জনপ্রিয় হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রাম রহিম সিংয়ের চটকদার নতুন পাঞ্জাবি গানের মিউজিক ভিডিওটি দীপাবলির দিনে তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়ে। ভিডিওতে দেওয়া বিবরণ অনুসারে গানটির রচয়িতা, সুরারোপ, সংগীত পরিচালনাসহ সবই করেছেন তিনি। গত ২২ ঘণ্টায় ভিডিওটি ৪২ লাখেরও বেশি মানুষ দেখেছেন।

ভিডিওটি থেকে দেখা যায়, রাম রহিম সিং দীপাবলির লক্ষ্যে প্রজ্বলিত আলোকসজ্জার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তাঁর দুই পরামর্শদাতাকেও তাঁর সঙ্গে তাল মেলাতে দেখা যায়। গানে বলা হয়, ‘লোকজন আজ দীপাবলি উদ্যাপন করছে, আপনাকে ধন্যবাদ কারণ আপনার কারণেই আমাদের প্রতিদিন দীপাবলি।’

এর আগে, গত ১৯ অক্টোবর প্যারোলে মুক্তি পেয়েই ধর্ষণ ও খুনের দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত রাম রহিম সিং একটি ভার্চুয়াল ‘সাষ্টাঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করেন। তাঁর মুক্তির খবর পেয়েই সাক্ষাৎ করতে হরিয়ানার কারনাল শহরের মেয়রসহ স্থানীয় বিজেপি নেতারা লাইন দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মগুরু এবং ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে ২০১৭ সালে ধর্ষণ এবং খুনের দায়ে অভিযুক্ত করা হয়। সম্প্রতি তাঁকে ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছে। গত সপ্তাহে তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এর আগে চলতি বছরের জুন মাসেই এক মাসের প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তারও আগে, এ বছরেরই ফেব্রুয়ারিতে তাঁকে তিন সপ্তাহের প্যারোল দেওয়া হয়।

উল্লেখ্য, রাম রহিম সিংকে তাঁর আস্তানা ডেরা সাচা সৌদায় দুই নারীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কর্তৃক পাঁচকোলা বিশেষ আদালত তাঁকে ২০১৭ সালের আগস্টে ৩০ জনের বেশি মৃত্যু এবং তাদের কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেন। এ ছাড়া ২০১৯ সালে রাম রহিম সিং এবং আরও ৩ জনকে ১৬ বছর আগে এক সাংবাদিককে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে