হোম > বিশ্ব > ভারত

বিশ্বে কর্তৃত্ববাদী শাসনের সমর্থক ভারতে সবচেয়ে বেশি: জরিপ

ভারতের ৮৫ শতাংশ প্রাপ্তবয়স্ক দেশটিতে কর্তৃত্ববাদী শাসনের পক্ষে। সম্প্রতি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের জরিপ থেকে এ তথ্য জানা গেছে। ভারত ছাড়াও বিশ্বের আরও বেশ কয়েকটি মধ্যম আয়ের দেশের প্রাপ্তবয়স্ক জনগণের বড় একটি অংশই মনে করে, তাদের দেশে কর্তৃত্ববাদী শাসন চলতে পারে। 

গত ২৮ ফেব্রুয়ারি পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ২৪টি দেশে গণতন্ত্র ও বিভিন্ন ধরনের শাসনব্যবস্থার ওপর একটি জরিপ পরিচালনা করা হয়। সেখানে দেখা যায়, এসব দেশের অন্তত ৩১ শতাংশ মানুষ কর্তৃত্ববাদী শাসনের পক্ষে মত দিয়েছে। 

পিউ রিসার্চ সেন্টার কর্তৃত্ববাদী শাসন বা সরকারব্যবস্থা বলতে বুঝিয়েছে, যখন কোনো একজন দৃঢ় বা শক্তিশালী নেতা পার্লামেন্ট বা আদালতের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন কিংবা যখন সশস্ত্র বাহিনী কোনো দেশ শাসন করে। 

জরিপের ২৪টি দেশের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ কর্তৃত্ববাদী শাসনের পক্ষে মত দিয়েছে ভারতে। দেশটির ৮৫ শতাংশ মানুষ এই ধরনের শাসনব্যবস্থার পক্ষে। এই জরিপে সবচেয়ে কম মানুষ কর্তৃত্ববাদী শাসনের পক্ষে মত দিয়েছে সুইডেনে। দেশটির মাত্র ৮ শতাংশ মানুষ এ ধরনের শাসনের পক্ষে। মূলত উন্নত দেশগুলোর তুলনায় মধ্যম আয়ের দেশগুলোতে কর্তৃত্ববাদী শাসনের প্রতি মানুষের সমর্থন বেশি। 
 
জরিপ থেকে দেখা গেছে, ভারতের পর সবচেয়ে বেশি মানুষ কর্তৃত্ববাদী শাসনের পক্ষে ইন্দোনেশিয়ায়। দেশটিতে প্রায় ৭৭ শতাংশ মানুষ এ ধরনের শাসনব্যবস্থার পক্ষে। এর পরপরই আছে মেক্সিকো। দেশটির ৭১ শতাংশ মানুষ কর্তৃত্ববাদী শাসনের পক্ষে মত দিয়েছে জরিপে। 

উন্নত দেশগুলোতে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ কর্তৃত্ববাদী শাসনের পক্ষে মত দিয়েছে জাপানে। দেশটির ৪১ শতাংশ মানুষ এ ধরনের শাসনের পক্ষে। এর পরেই আছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। দেশটির ৪০ শতাংশ এই ধরনের শাসনের পক্ষে। এরপরই আছে যুক্তরাজ্যের অবস্থান। দেশটির ৩৭ শতাংশ মানুষ কর্তৃত্ববাদী শাসনের পক্ষে। এ ধরনের শাসনব্যবস্থা চায় যুক্তরাষ্ট্রের ৩২ শতাংশ মানুষ।

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি