হোম > বিশ্ব > ভারত

শোক প্রকাশ করতে গিয়েও কংগ্রেসকে মোদির খোঁচা

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তর প্রদেশের সদ্য প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়েও কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ সোমবার সকালে গুরগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে মারা যান তিনি। 

ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী, উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব সমাজবাদী চিন্তাভাবনা থেকে আজীবন অসাম্প্রদায়িক রাজনীতি করে এসেছেন। সব সময়ই তিনি ছিলেন বিজেপি বিরোধী শিবিরে। উত্তর প্রদেশে তিনি ‘নেতাজি’ নামে বেশ পরিচিত ছিলেন। 

মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক জানাতে গিয়ে মোদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে মনে করিয়ে দেন, কংগ্রেসের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার বিরুদ্ধে মুলায়ম সিং যাদবের লড়াইয়ের কথা। মোদি তাঁর টুইটে বলেন, ‘জরুরি অবস্থায় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন।’ উল্লেখ্য, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করলে মুলায়ম সিং যাদব এর বিরুদ্ধে আন্দোলন করেন এবং কারাগারে বন্দী হন। 

এদিকে, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী অবশ্য মোদিকে পাল্টা খোঁচা না দিয়ে মুলায়ম সিং যাদবের তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তাঁকে ‘সত্যিকারের যোদ্ধা’ হিসেবে আখ্যা দেন। 

উল্লেখ্য, মুলায়ম সিং যাদবের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। উত্তর প্রদেশে তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। 

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক