টানা দুই দিনের বৃষ্টিপাতে ভারতরে পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিসহ বেশ কিছু এলাকায় আবারও তীব্র বন্যা দেখা দিয়েছে। সঙ্গে রয়েছে ভূমিধসের মতো ঘটনাও। অন্তত ৮ জেলায় বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত আসামে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার গুয়াহাটিতে ভূমিধসে ৪ জনের মৃত্যু হয়েছে।
ভারতের জাতীয় এবং আসামের স্থানীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে পরিস্থিতি মোকাবিলায়। রাজ্য আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে ‘বৃষ্টির সর্বোচ্চ সতর্ক বার্তা’। রাজ্য সরকার বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বাইরে বের হতে নিষেধ করেছে।
এরই মধ্যে ৬ শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন ত্রাণ শিবিরে। আসামের পাশাপাশি মেঘালয়েও বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি হয়েছে। সঙ্গে বাড়ছে ভূমিধস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে ভূমিধসেরও আশঙ্কা রয়েছে সর্বত্র। তাই জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।