ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায় আদালতে বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনার আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার আনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার একটি বাথরুমে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ এতোটাই শক্তিশালী ছিল যে বাথরুমের দেয়াল ভয়ানক ক্ষতিগ্রস্ত হয় এবং পাশের কক্ষের কাচের প্যান ভেঙে যায়। ঘটনার সময় জেলা আদালতটিতে বিচারকাজ চলছিল।
পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা অবস্থান করছেন। আদালত ভবনটি লুধিয়ানা শহরের প্রাণকেন্দ্রে জেলা কমিশনার কার্যালয়ের কাছেই অবস্থিত।
পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ঘটনার পরপরই টুইট করে পুলিশকে বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গ্রুপের দিকে ইঙ্গিত করেছেন তিনি। রাজ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২৫টি কোম্পানি মোতায়েন এবং সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের জন্য ড্রোন প্রতিরোধী গ্যাজেট দেওয়ার জন্য কেন্দ্র সরকারের কাছে দাবি জানিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী।
জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি দল এরই মধ্যে লুধিয়ানার উদ্দেশে চণ্ডিগড় থেকে যাত্রা করেছে।