হোম > বিশ্ব > ভারত

আসামে নাগরিকত্ব নিয়ে দুর্ভোগে ভারতীয় বাঙালিরা

কলকাতা প্রতিনিধি

ভারতের আসাম রাজ্যে বাঙালিদের নাগরিকত্ব নিয়ে সমস্যা বেড়েই চলেছে। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ২০১৯ সালে তৈরি হলেও হিন্দু বাঙালিরাও নাগরিক সমস্যা থেকে মুক্তি পাচ্ছে না। হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরও।

অভিযোগ রয়েছে, উগ্র অসমিয়া আধিপত্যবাদীরাই বিজেপি সরকারের প্রশ্রয়ে আসামকে বাঙালিশূন্য করতে চাইছে। তাই ১৯ লাখ নাগরিকের আবেদন নাকচ করে আসামে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি তৈরি করা হলেও তা কার্যকর করছে না আসাম সরকার। শাসক দল বিজেপি প্রকাশ্যেই আরও বেশি নাগরিককে বাদ দিতে চাইছে। এই অবস্থায় বাঙালিরা আতঙ্কে দিন কাটাচ্ছে।

এর আগে ২০১৯ সালের ৩১ আগস্ট ভারতীয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে প্রকাশিত হয় আসামের এনআরসির চূড়ান্ত তালিকা। ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম বাদ পড়ে সেই তালিকা থেকে। তালিকাভুক্ত হন ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন। তবে ১৬ হাজার কোটি রুপি খরচ করে তৈরি তালিকায় অন্তর্ভুক্ত বাঙালিরাও স্বস্তিতে নেই। কারণ আজও সেই তালিকা গ্রহণ করেনি রাজ্য বা কেন্দ্রীয় সরকার। বরং ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে বাঙালিদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ।

এনআরসি তালিকার বাইরে থাকা অধিকাংশই বাঙালি। বাঙালিদের মধ্যে আবার হিন্দুদের সংখ্যাই বেশি। তাই দ্বিতীয়বার ক্ষমতায় এসেই কেন্দ্রের বিজেপি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ তৈরি করে। কিন্তু সেই আইন তৈরি হলেও আজও বিধি তৈরি না হওয়ায় কার্যকর হয়নি। গুজরাটে সামনে নির্বাচন থাকায় সেখানে বিজেপি সরকার দুটি জেলায় ১৯৫৫ সালের আইন মেনে অমুসলিমদের নাগরিকত্ব দিচ্ছে। কিন্তু আসাম বা উত্তর পূর্বাঞ্চলে সে ধরনের কোনো পদক্ষেপ নেই।

আসামের পাশের রাজ্য মেঘালয়েও নতুন করে শুরু হয়েছে বাঙালিবিদ্বেষ। ‘আমরা বাঙালি’ সংগঠনের নেতা সাধন পুরকায়স্থের মতে, ‘আসামসহ গোটা উত্তর-পূর্বাঞ্চল থেকেই বাঙালিকে উৎখাত করতে চায় বিজেপি। তাই সরকারের ১ হাজার ৬০০ কোটি এবং সাধারণ মানুষের ১০ হাজার কোটি রুপি খরচ করে এনআরসি তালিকা তৈরি হলেও সেটি মানছে না বিজেপি সরকার।’ তিনি আরও জানান, এনআরসি প্রক্রিয়া চলাকালে অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন। তবু দুর্ভোগ কমেনি।

আসামের নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতির (সিআরপিসিসি) সভাপতি ও আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্যের মতে, ‘বাঙালি বাঙালিই। বাঙালি কখনো হিন্দু বা মুসলমান হয় না। বিজেপি সমস্ত বাঙালিরই শত্রু।’ তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তিনি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা জাতিবিদ্বেষের অভিযোগ অস্বীকার করেছেন।

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি