হোম > বিশ্ব > ভারত

করোনায় ভারতে মৃত্যু ১০ লাখ ছাড়াতে পারে : ল্যানসেট জার্নাল

ঢাকা: ভারতে করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় ব্যর্থ মোদি সরকার। করোনার দ্বিতীয় ধাক্কা নিয়ে সতর্ক করা হলেও সরকারের অবহেলায় করোনা পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। শনিবার ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে মোদি সরকারের সমালোচনা করে সম্পাদকীয় প্রকাশ করেছে ব্রিটিশ মেডিকেল জার্নাল ল্যানসেট।

এই সম্পাদকীয়তে দ্য ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের তথ্য তুলে ধরে বলা হয়েছে, এমন অবস্থা চলতে থাকলে আগামী ১ আগস্টের মধ্যে ভারতে করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়াতে পারে।

করোনা মোকাবিলার চেয়ে টুইটারে সমালোচনা ঠেকাতেই বেশি তৎপর ছিল মোদি সরকার উল্লেখ করে ব্রিটিশ জার্নালটি লিখেছে, ‘ভারতে ভয়ঙ্কর করোনা-পরিস্থিতির মধ্যেও সংক্রমণ ঠেকানোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে সমালোচনামূলক টুইট সরাতে বেশি আগ্রহ ছিল সরকারের। আর তাই দেশের এই পরিস্থিতিতে সরকারের ভূমিকা ও দেশবাসীর প্রতি কেন্দ্রীয় সরকারের এই মনোভাব ‘ক্ষমার অযোগ্য’।’

চিকিৎসা সংক্রান্ত এই পত্রিকাটির সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, ‘বারবার সতর্ক করার পরেও সরকার ধর্মীয় উৎসব পালন এবং রাজনৈতিক সভা-সমাবেশের মতে অনুষ্ঠান অবাধে পরিচালনা করার অনুমতি দিয়েছে। আর এসব অনুষ্ঠানই ভারতের করোনা পরিস্থিতিকে প্রকট করেছে।’

এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশের কথা ভেবে সরকারকে নিজেদের ভুল শুধরে নিয়ে করোনা মোকাবিলায় পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণের পরামর্শ দিয়েছে ল্যানসেট।

উল্লেখ্য, আজ রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন এবং মারা গেছেন ৪ হাজার ৯২ জন।

ভারতে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৪১৪ জন। আর করোনায় মোট মৃতের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৩৬২ জন।

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত