হোম > বিশ্ব > ভারত

ধর্ষণে অভিযুক্ত ভারতীয় গুরু রাম-রহিম ২১ দিন কারাগারের বাইরে থাকবেন

দুই নারীকে ধর্ষণের দায়ে দণ্ডিত সাচ্চা সৌদা ডেরার প্রধান গুরমিত রাম-রহিম সিং আবারও কারাগারের বাইরে আসার সুযোগ পেয়েছেন। এবার তিনি ২১ দিনের জন্য অস্থায়ী মুক্তি পেয়েছেন। আজ সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। 

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও ৪০ দিনের জন্য জেলের বাইরে আসার সুযোগ পেয়েছিলেন রাম-রহিম। এরও আগে গত বছরের অক্টোবরে তিনি ৪০ দিনের প্যারোল পেয়েছিলেন। 

প্যারোলের অর্থ হলো—সাজা চলমান অবস্থায় একটি বিশেষ উদ্দেশ্যে অস্থায়ীভাবে সম্পূর্ণরূপে মুক্তি। কারাগারের মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী ভালো আচরণের শর্তপূরণের মাধ্যমে এ ধরনের মুক্তি মঞ্জুর করা হয়। 

হরিয়ানার সুনারিয়া জেলে বন্দী ছিলেন রাম-রহিম। সেখান থেকে বেরিয়ে এবার ২১ দিনের মুক্ত জীবনে উত্তর প্রদেশের বাগপতের একটি আশ্রমে অবস্থান করবেন বিতর্কিত ওই গুরু। 

গত জানুয়ারিতে রাম-রহিমকে ৪০ দিনের প্যারোল দিলে তা অনেক সমালোচনার জন্ম দেয়। তবে সেই বিতর্কের বিষয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছিলেন, সব প্রক্রিয়া অনুসরণ করে প্যারোল পাওয়া ডেরা সাচ্চা সৌদা প্রধানের অধিকার। 

সে সময় রাম-রহিমকে তলোয়ার দিয়ে কেক কেটে প্যারোল উদ্‌যাপন করতেও দেখা গিয়েছিল। 

অতীতের প্যারোলগুলোতে বাইরে থাকার সময় রাম-রহিম অনলাইনে বেশ কয়েকটি ‘সৎসঙ্গ’ সেশনেরও আয়োজন করেছিলেন।

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

বঙ্কিমের ‘বন্দে মাতরম’ নিয়ে লোকসভায় কংগ্রেসকে মোদির তীব্র আক্রমণ