হোম > বিশ্ব > ভারত

ধর্ষণে অভিযুক্ত ভারতীয় গুরু রাম-রহিম ২১ দিন কারাগারের বাইরে থাকবেন

দুই নারীকে ধর্ষণের দায়ে দণ্ডিত সাচ্চা সৌদা ডেরার প্রধান গুরমিত রাম-রহিম সিং আবারও কারাগারের বাইরে আসার সুযোগ পেয়েছেন। এবার তিনি ২১ দিনের জন্য অস্থায়ী মুক্তি পেয়েছেন। আজ সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। 

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও ৪০ দিনের জন্য জেলের বাইরে আসার সুযোগ পেয়েছিলেন রাম-রহিম। এরও আগে গত বছরের অক্টোবরে তিনি ৪০ দিনের প্যারোল পেয়েছিলেন। 

প্যারোলের অর্থ হলো—সাজা চলমান অবস্থায় একটি বিশেষ উদ্দেশ্যে অস্থায়ীভাবে সম্পূর্ণরূপে মুক্তি। কারাগারের মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী ভালো আচরণের শর্তপূরণের মাধ্যমে এ ধরনের মুক্তি মঞ্জুর করা হয়। 

হরিয়ানার সুনারিয়া জেলে বন্দী ছিলেন রাম-রহিম। সেখান থেকে বেরিয়ে এবার ২১ দিনের মুক্ত জীবনে উত্তর প্রদেশের বাগপতের একটি আশ্রমে অবস্থান করবেন বিতর্কিত ওই গুরু। 

গত জানুয়ারিতে রাম-রহিমকে ৪০ দিনের প্যারোল দিলে তা অনেক সমালোচনার জন্ম দেয়। তবে সেই বিতর্কের বিষয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছিলেন, সব প্রক্রিয়া অনুসরণ করে প্যারোল পাওয়া ডেরা সাচ্চা সৌদা প্রধানের অধিকার। 

সে সময় রাম-রহিমকে তলোয়ার দিয়ে কেক কেটে প্যারোল উদ্‌যাপন করতেও দেখা গিয়েছিল। 

অতীতের প্যারোলগুলোতে বাইরে থাকার সময় রাম-রহিম অনলাইনে বেশ কয়েকটি ‘সৎসঙ্গ’ সেশনেরও আয়োজন করেছিলেন।

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের