হোম > বিশ্ব > ভারত

ধর্ষণে অভিযুক্ত ভারতীয় গুরু রাম-রহিম ২১ দিন কারাগারের বাইরে থাকবেন

দুই নারীকে ধর্ষণের দায়ে দণ্ডিত সাচ্চা সৌদা ডেরার প্রধান গুরমিত রাম-রহিম সিং আবারও কারাগারের বাইরে আসার সুযোগ পেয়েছেন। এবার তিনি ২১ দিনের জন্য অস্থায়ী মুক্তি পেয়েছেন। আজ সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। 

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও ৪০ দিনের জন্য জেলের বাইরে আসার সুযোগ পেয়েছিলেন রাম-রহিম। এরও আগে গত বছরের অক্টোবরে তিনি ৪০ দিনের প্যারোল পেয়েছিলেন। 

প্যারোলের অর্থ হলো—সাজা চলমান অবস্থায় একটি বিশেষ উদ্দেশ্যে অস্থায়ীভাবে সম্পূর্ণরূপে মুক্তি। কারাগারের মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী ভালো আচরণের শর্তপূরণের মাধ্যমে এ ধরনের মুক্তি মঞ্জুর করা হয়। 

হরিয়ানার সুনারিয়া জেলে বন্দী ছিলেন রাম-রহিম। সেখান থেকে বেরিয়ে এবার ২১ দিনের মুক্ত জীবনে উত্তর প্রদেশের বাগপতের একটি আশ্রমে অবস্থান করবেন বিতর্কিত ওই গুরু। 

গত জানুয়ারিতে রাম-রহিমকে ৪০ দিনের প্যারোল দিলে তা অনেক সমালোচনার জন্ম দেয়। তবে সেই বিতর্কের বিষয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছিলেন, সব প্রক্রিয়া অনুসরণ করে প্যারোল পাওয়া ডেরা সাচ্চা সৌদা প্রধানের অধিকার। 

সে সময় রাম-রহিমকে তলোয়ার দিয়ে কেক কেটে প্যারোল উদ্‌যাপন করতেও দেখা গিয়েছিল। 

অতীতের প্যারোলগুলোতে বাইরে থাকার সময় রাম-রহিম অনলাইনে বেশ কয়েকটি ‘সৎসঙ্গ’ সেশনেরও আয়োজন করেছিলেন।

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত