হোম > বিশ্ব > ভারত

মা ক্যান্ডি খেতে দেয় না—অভিযোগ নিয়ে থানায় শিশু

ক্যান্ডি খেতে দেয় না, চাইলে মারে—মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে থানায় গেছে এক শিশু। সে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেছে যেন মাকে গ্রেপ্তার করা হয়।

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি থানায় ওই শিশুর অভিযোগ দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ জানিয়েছে, মায়ের ওপর বিরক্ত হয়ে সে তাকে থানায় নিয়ে যাওয়ার জন্য বাবাকে অনুরোধ করে। বাধ্য হয়ে বাবা তাকে থানায় নিয়ে যান। সেখানে শিশুটি একজন উপপরিদর্শককে (এসআই) বলে, মা তার ক্যান্ডি ‘চুরি’ করেছে। ক্যান্ডি চাওয়ায় তাকে চড়ও মেরেছে।

ওই শিশুর নাম সাদ্দাম। বয়স সবে তিন বছর। ভিডিওতে দেখা যায়, বুরহানপুরের দেড়তলাই থানায় এক উপপরিদর্শকের (এসআই) কাছে সে তার অভিযোগ বর্ণনা করছে। এসআই প্রিয়াঙ্কা নায়েককে সে বলে, ‘আম্মি আমার মিষ্টি চুরি করেছে, তাকে জেলে দিন।’

এসআই প্রিয়াঙ্কা শিশুটির সরল নিষ্পাপ কথা শুনে অনেক কষ্টে হাসি চেপে রাখেন। তিনি তাকে কিছু প্রশ্ন করেন এবং হাতে কাগজ কলম নিয়ে অভিযোগ নথিভুক্ত করার ভান করেন। পরে শিশুটিকে সেই কাগজে সই করতেও দেখা যায়। প্রিয়াঙ্কা নায়েক তাকে আশ্বস্ত করেন যে, মাকে শিগগিরই গ্রেপ্তার করা হবে।

ঘটনার বর্ণনায় সাদ্দামের বাবা পুলিশকে বলেন, ‘ক্যান্ডি চাইলে মা তার গালে আলতো করে টিপে দিয়েছিলেন। এতেই সাদ্দাম খুব বিরক্ত হয়। সে বারবার আমাকে বলে তাকে যেন পুলিশের কাছে নিয়ে যাই!’ 

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের নজরে পড়েছে। তিনি ভিডিও কলে শিশুটির সঙ্গে কথা বলেছেন। তাকে প্রতিশ্রুতি দিয়েছেন, দীপাবলিতে চকলেট এবং একটি সাইকেল পাঠাবেন।

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি