হোম > বিশ্ব > ভারত

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

তুষারধসে আটকা শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। ছবি: এএনআই

ভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি পাঁচ কর্মীকে উদ্ধারে কাজ চলছে।

দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এএনআই জানিয়েছে, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ৬টার দিকে বিআরও শ্রমিকদের ক্যাম্পে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে আটটি কনটেইনার এবং একটি শেডের ভেতরে মোট ৫৫ জন কর্মী চাপা পড়েন।

দুর্ঘটনার পরেই উদ্ধার অভিযানে অংশ নেন ৬০ থেকে ৬৫ জন উদ্ধারকর্মী। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয় বলে জানান উদ্ধারকর্মীরা।

চামোলির জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি বলেন, ‘একটি বিশাল তুষারধস ক্যাম্পের ওপর আছড়ে পড়ে। এতে ৫৫ জন কর্মী আটকা পড়েন। সেখানে বিআরওর মোট ৫৭ জন কর্মী কাজ করছিলেন। এর মধ্যে দুই কর্মী ছুটিতে ছিলেন। দুর্ঘটনার পরেই ইন্দো-তিব্বতের বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা সেখানে তুষারপাত এবং হাড়-কাঁপানো ঠান্ডার মধ্যেই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।’

তবে বৃষ্টি এবং ভারী তুষারপাতের কারণে শুক্রবার উদ্ধার অভিযান ব্যাহত হয় এবং রাত নামার সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য স্থগিত করা হয়।

এরপর আজ শনিবার, আবহাওয়ার উন্নতি হলে উদ্ধার অভিযানে যোগ দিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়।

দেরাদুনের প্রতিরক্ষা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, রাস্তা বন্ধ থাকার কারণে মোট ছয়টি হেলিকপ্টার উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ভারতীয় সেনাবাহিনীর তিনটি চিতা হেলিকপ্টার, ভারতীয় বিমানবাহিনীর দুটি চিতা হেলিকপ্টার এবং একটি বেসরকারি হেলিকপ্টার রয়েছে।

এদিকে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আকাশপথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আহত এক শ্রমিকের সঙ্গেও কথা বলেছেন।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘চামোলি জেলার মানার কাছে তুষারধস কবলিত এলাকার পরিদর্শন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছি।’

তিনি আরও জানান, কর্মকর্তাদের দ্রুত ও কার্যকরভাবে ত্রাণ ও উদ্ধারকাজ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ধামি আরও বলেন, ‘আমাদের সরকার শ্রমিকদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছে।’

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার