হোম > বিশ্ব > ভারত

দিল্লির জাহাঙ্গীরপুরীর বস্তিতে ‘বুলডোজার’

কলকাতা প্রতিনিধি

ভারতের রাজধানী দিল্লিতে সংখ্যালঘু অধ্যুষিত জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে দিল্লি উত্তর সিটি করপোরেশন। বুধবার সকালে এই অভিযান শুরু হয়। তবে দিল্লি হাইকোর্টের আদেশের পর এই অভিযান বন্ধ হয়। 

দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসনাধীন উত্তর দিল্লি সিটি করপোরেশন বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে এই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় বহু বস্তি ও দোকানপাট। 

বুধবার সকালে, নয়টি বুলডোজার ও বিপুলসংখ্যক পুলিশ নিয়ে জাহাঙ্গীরপুরীর দোকানপাট ও অন্যান্য স্থাপনা ভাঙতে শুরু করে। দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্ত মেয়রকে চিঠি দেওয়ার পরে, ‘দাঙ্গাকারীদের’ দ্বারা বেআইনিভাবে নির্মিত স্থাপনাগুলো চিহ্নিত করে সেগুলো ভেঙে ফেলার জন্য অনুরোধ করার পরপরই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। 

তবে, দিল্লি উত্তর সিটি করপোরেশনের অভিযোগ, জাহাঙ্গীরপুরীর বাসিন্দারা বেআইনিভাবে সরকারি জমি দখল করে বসবাস করছেন। 

তবে অভিযান শুরুর পরপরই উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিয়েছেন দিল্লির হাই কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান বিষয়ে শুনানি হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুলডোজার চালানোর ওপর স্থগিতাদেশ জারি থাকবে। 

তবে স্থানীয়দের অভিযোগ, আদালত উচ্ছেদ অভিযান বন্ধের নির্দেশের দেওয়ার পরও প্রায় ঘণ্টা দু-এক চলেছে বস্তি ভাঙার কাজ। বহু বস্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

দিল্লি প্রদেশ বিজেপির সভাপতি আদেশ গুপ্তের অভিযোগ করেন, জাহাঙ্গীরপুরীর বাসিন্দারাই হনুমান জয়ন্তীর দিন অশান্তির সৃষ্টি করে। দিল্লির শাসক দল আম আদমি পার্টির (আপ) বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি। তবে আদেশ গুপ্তের অভিযোগ অস্বীকার করেছে আম আদমি পার্টি। 

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের