হোম > বিশ্ব > ভারত

দিল্লির জাহাঙ্গীরপুরীর বস্তিতে ‘বুলডোজার’

কলকাতা প্রতিনিধি

ভারতের রাজধানী দিল্লিতে সংখ্যালঘু অধ্যুষিত জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে দিল্লি উত্তর সিটি করপোরেশন। বুধবার সকালে এই অভিযান শুরু হয়। তবে দিল্লি হাইকোর্টের আদেশের পর এই অভিযান বন্ধ হয়। 

দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসনাধীন উত্তর দিল্লি সিটি করপোরেশন বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে এই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় বহু বস্তি ও দোকানপাট। 

বুধবার সকালে, নয়টি বুলডোজার ও বিপুলসংখ্যক পুলিশ নিয়ে জাহাঙ্গীরপুরীর দোকানপাট ও অন্যান্য স্থাপনা ভাঙতে শুরু করে। দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্ত মেয়রকে চিঠি দেওয়ার পরে, ‘দাঙ্গাকারীদের’ দ্বারা বেআইনিভাবে নির্মিত স্থাপনাগুলো চিহ্নিত করে সেগুলো ভেঙে ফেলার জন্য অনুরোধ করার পরপরই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। 

তবে, দিল্লি উত্তর সিটি করপোরেশনের অভিযোগ, জাহাঙ্গীরপুরীর বাসিন্দারা বেআইনিভাবে সরকারি জমি দখল করে বসবাস করছেন। 

তবে অভিযান শুরুর পরপরই উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিয়েছেন দিল্লির হাই কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান বিষয়ে শুনানি হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুলডোজার চালানোর ওপর স্থগিতাদেশ জারি থাকবে। 

তবে স্থানীয়দের অভিযোগ, আদালত উচ্ছেদ অভিযান বন্ধের নির্দেশের দেওয়ার পরও প্রায় ঘণ্টা দু-এক চলেছে বস্তি ভাঙার কাজ। বহু বস্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

দিল্লি প্রদেশ বিজেপির সভাপতি আদেশ গুপ্তের অভিযোগ করেন, জাহাঙ্গীরপুরীর বাসিন্দারাই হনুমান জয়ন্তীর দিন অশান্তির সৃষ্টি করে। দিল্লির শাসক দল আম আদমি পার্টির (আপ) বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি। তবে আদেশ গুপ্তের অভিযোগ অস্বীকার করেছে আম আদমি পার্টি। 

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি