হোম > বিশ্ব > ভারত

দিল্লির জাহাঙ্গীরপুরীর বস্তিতে ‘বুলডোজার’

কলকাতা প্রতিনিধি

ভারতের রাজধানী দিল্লিতে সংখ্যালঘু অধ্যুষিত জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে দিল্লি উত্তর সিটি করপোরেশন। বুধবার সকালে এই অভিযান শুরু হয়। তবে দিল্লি হাইকোর্টের আদেশের পর এই অভিযান বন্ধ হয়। 

দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসনাধীন উত্তর দিল্লি সিটি করপোরেশন বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে এই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় বহু বস্তি ও দোকানপাট। 

বুধবার সকালে, নয়টি বুলডোজার ও বিপুলসংখ্যক পুলিশ নিয়ে জাহাঙ্গীরপুরীর দোকানপাট ও অন্যান্য স্থাপনা ভাঙতে শুরু করে। দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্ত মেয়রকে চিঠি দেওয়ার পরে, ‘দাঙ্গাকারীদের’ দ্বারা বেআইনিভাবে নির্মিত স্থাপনাগুলো চিহ্নিত করে সেগুলো ভেঙে ফেলার জন্য অনুরোধ করার পরপরই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। 

তবে, দিল্লি উত্তর সিটি করপোরেশনের অভিযোগ, জাহাঙ্গীরপুরীর বাসিন্দারা বেআইনিভাবে সরকারি জমি দখল করে বসবাস করছেন। 

তবে অভিযান শুরুর পরপরই উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিয়েছেন দিল্লির হাই কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান বিষয়ে শুনানি হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুলডোজার চালানোর ওপর স্থগিতাদেশ জারি থাকবে। 

তবে স্থানীয়দের অভিযোগ, আদালত উচ্ছেদ অভিযান বন্ধের নির্দেশের দেওয়ার পরও প্রায় ঘণ্টা দু-এক চলেছে বস্তি ভাঙার কাজ। বহু বস্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

দিল্লি প্রদেশ বিজেপির সভাপতি আদেশ গুপ্তের অভিযোগ করেন, জাহাঙ্গীরপুরীর বাসিন্দারাই হনুমান জয়ন্তীর দিন অশান্তির সৃষ্টি করে। দিল্লির শাসক দল আম আদমি পার্টির (আপ) বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি। তবে আদেশ গুপ্তের অভিযোগ অস্বীকার করেছে আম আদমি পার্টি। 

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’