হোম > বিশ্ব > ভারত

সফল প্রতিস্থাপনে নারীর দুটি হাত পেলেন দুর্ঘটনাকবলিত ভারতীয় চিত্রশিল্পী

একটি মর্মান্তিক দুর্ঘটনায় দুটি হাতই হারিয়েছিলেন ভারতীয় চিত্রশিল্পী রাজ কুমার। তবে অঙ্গ প্রতিস্থাপনে দিল্লির চিকিৎসকদের প্রথম সাফল্যে অচিরেই তিনি আবারও তুলিতে হাত রাখতে যাচ্ছেন। অঙ্গ দান করে যাওয়া এক নারীর দুটি হাত সফলভাবে যুক্ত হয়েছে রাজ কুমারের শরীরে।

এ বিষয়ে আজ বুধবার এনডিটিভি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবারই দিল্লির গঙ্গা রাম হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যাবেন ৪৫ বছর বয়সী রাজ কুমার। ২০২০ সালে একটি ট্রেন দুর্ঘটনায় তিনি তাঁর দুই হাত হারিয়েছিলেন।

দুর্ঘটনার পর একটি সুবিধাবঞ্চিত শ্রেণি থেকে উঠে আসা ওই চিত্রশিল্পী এখানেই জীবনের শেষ দেখছিলেন। কিন্তু তারপরই ঘটে অলৌকিক ঘটনা। তাঁর জন্য নতুন জীবন হয়ে আসে মীনা মেহতা নামে এক নারীর দুটি হাত।

দিল্লির একটি নামকরা স্কুলের সাবেক প্রশাসনিক প্রধান ছিলেন মীনা। তাঁকে ‘মস্তিষ্ক-মৃত’ ঘোষণা করেছিল চিকিৎসকেরা। জীবদ্দশায় তিনি তাঁর অঙ্গগুলো দান করে গিয়েছিলেন।

রাজ কুমার দুটি হাত পেলেও মীনা মেহতার কিডনি, লিভার ও কর্নিয়া অন্য তিনজনের জীবন বদলে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অঙ্গ প্রতিস্থাপনের এই জটিল অস্ত্রোপচার দিল্লির চিকিৎসকদের কঠোর পরিশ্রমের দ্বারা সম্ভব হয়েছে। এই অস্ত্রোপচার ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে। দাতার হাত এবং প্রাপকের হাতের মধ্যে প্রতিটি ধমনি, পেশি, শিরা ও স্নায়ুকে সংযুক্ত করা হয়েছে এর মাধ্যমে।

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর