হোম > বিশ্ব > ভারত

মধ্যপ্রদেশে ট্রাকচাপায় নিহত ৬, আহত ১০ 

ভারতের মধ্যপ্রদেশে ট্রাকচাপায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় গতকাল রোববার একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকদের ওপর বাস তুলে দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভির ফুটেজ থেকে দেখা গেছে, মধ্যপ্রদেশের রাতলাম জেলার একটি ব্যস্ত সড়কের মোড়ের বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন। একটি ট্রাক ব্যাপক গতিতে ওই মোড়ের দিকে এগিয়ে আসতে থাকে। সামনে লোকজন থাকা সত্ত্বেও ট্রাকটির চালক গতি না কমিয়েই একটু বাম দিকে চাপিয়ে লোকজনের ওপর তুলে দেয়। 
 
রাতলামের জেলা কালেক্টর নরেন্দ্র কুমার সূর্যবংশী হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।’ একই ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা অভিষেক তিওয়ারী জানিয়েছেন, ওই ট্রাকটি জব্দ করা হয়েছে। 

ওই দুর্ঘটনায় আহত হওয়া বিশাল ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘ওই ট্রাক অন্তত ২০ জন লোককে চাপা দিয়েছিল।’ ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, তাঁরা চালককে খুঁজছে এবং এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। 

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি