হোম > বিশ্ব > ভারত

নারীর মাথায় থুতু দিয়ে মামলা খেলেন হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব 

নারীর মাথায় থুতু দিয়ে মামলা খেলেন ভারতের বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব। ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে এই মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে উত্তর প্রদেশের মুজাফফরনগরে একটি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত মানুষজনকে চুল কাটার খুঁটিনাটি বোঝাচ্ছিলেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব। সেখানে এক তরুণীকে মডেল হিসেবে বসিয়ে চুলকে সুন্দর করে তোলার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সবাইকে বোঝাচ্ছিলেন হাবিব।

সেই সময় জাভেদকে বলতে শোনা যায়, যদি চুল কাটার সময় হাতের কাছে পানি না থাকে তাহলে সেই হেয়ার স্টাইলিস্ট কী করবেন?

পরে জাভেদ পরামর্শ দেন, পানি না পেলে থুতু দিয়ে কাজ চালাতে হবে। এটা বলার সময় জাভেদ ওই তরুণীর চুলে থুতু ছিটিয়ে দেন সবার সামনে। পানির বদলে থুতু দেওয়াকে তিনি সঠিক কাজ বলে তুলে ধরতে গিয়ে বলেন, এই থুতুতে জীবন আছে।

এ ঘটনায় এরই মধ্যে ক্ষমা চেয়েছেন জাভেদ হাবিব। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘আমাদের সেমিনারগুলো পেশাদার সেমিনার। যেহেতু এই অধিবেশনগুলো দীর্ঘ, তাই আমরা সেগুলোকে হাস্যকর করে তুলি। আমার কাজ কারও মনে আঘাত লাগলে আমি ক্ষমাপ্রার্থী।’

এই ঘটনা বর্ণনা করতে গিয়ে ভুক্তভোগী পূজাগুপ্ত বলেন, ‘গতকাল জাভেদ হাবিবের একটি কর্মশালায় অংশ নিয়েছিলাম। তিনি আমাকে চুল কাটার জন্য মঞ্চে আমন্ত্রণ জানান।’ তিনি বলেন, ‘পানি না থাকলে থুতু ব্যবহার করতে পারেন। এখন থেকে আমি আমার রাস্তার পাশের নাপিতের কাছে চুল কাটার জন্য যাব, কিন্তু হাবিবের কাছে যাব না।’

এদিকে এই ঘটনা তদন্তের জন্য উত্তর প্রদেশ পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের ন্যাশনাল কমিশন ফর উইমেন।

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান