হোম > বিশ্ব > ভারত

নারীর মাথায় থুতু দিয়ে মামলা খেলেন হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব 

নারীর মাথায় থুতু দিয়ে মামলা খেলেন ভারতের বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব। ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে এই মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে উত্তর প্রদেশের মুজাফফরনগরে একটি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত মানুষজনকে চুল কাটার খুঁটিনাটি বোঝাচ্ছিলেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব। সেখানে এক তরুণীকে মডেল হিসেবে বসিয়ে চুলকে সুন্দর করে তোলার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সবাইকে বোঝাচ্ছিলেন হাবিব।

সেই সময় জাভেদকে বলতে শোনা যায়, যদি চুল কাটার সময় হাতের কাছে পানি না থাকে তাহলে সেই হেয়ার স্টাইলিস্ট কী করবেন?

পরে জাভেদ পরামর্শ দেন, পানি না পেলে থুতু দিয়ে কাজ চালাতে হবে। এটা বলার সময় জাভেদ ওই তরুণীর চুলে থুতু ছিটিয়ে দেন সবার সামনে। পানির বদলে থুতু দেওয়াকে তিনি সঠিক কাজ বলে তুলে ধরতে গিয়ে বলেন, এই থুতুতে জীবন আছে।

এ ঘটনায় এরই মধ্যে ক্ষমা চেয়েছেন জাভেদ হাবিব। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘আমাদের সেমিনারগুলো পেশাদার সেমিনার। যেহেতু এই অধিবেশনগুলো দীর্ঘ, তাই আমরা সেগুলোকে হাস্যকর করে তুলি। আমার কাজ কারও মনে আঘাত লাগলে আমি ক্ষমাপ্রার্থী।’

এই ঘটনা বর্ণনা করতে গিয়ে ভুক্তভোগী পূজাগুপ্ত বলেন, ‘গতকাল জাভেদ হাবিবের একটি কর্মশালায় অংশ নিয়েছিলাম। তিনি আমাকে চুল কাটার জন্য মঞ্চে আমন্ত্রণ জানান।’ তিনি বলেন, ‘পানি না থাকলে থুতু ব্যবহার করতে পারেন। এখন থেকে আমি আমার রাস্তার পাশের নাপিতের কাছে চুল কাটার জন্য যাব, কিন্তু হাবিবের কাছে যাব না।’

এদিকে এই ঘটনা তদন্তের জন্য উত্তর প্রদেশ পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের ন্যাশনাল কমিশন ফর উইমেন।

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত