পাকিস্তান সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে ভারতের সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। আজ শুক্রবার কাশ্মীরের গুরেজ সেক্টরে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় সহকারী পাইলট আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি গুরেজ সেক্টরের তুলিয়াল এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি আধা সামরিক বাহিনীর এক সৈন্যকে হাসপাতালে নিয়ে আসার জন্য যাচ্ছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।