হোম > বিশ্ব > ভারত

মৃত্যুর আগে শেয়ার করা শেষ পোস্টে যা বলেছিলেন রতন টাটা

ভারতের সবচেয়ে সম্মানিত ও মানবদরদি শিল্পপতিদের একজন রতন নাভাল টাটা বা রতন এন টাটা। গতকাল বুধবার তিনি ৮৬ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। গত কয়েক দিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল।

মৃত্যুর মাত্র দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করেছিলেন রতন টাটা। সেটিই ছিল তাঁর সর্বশেষ পোস্ট। মূলত নিজের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর অনুগামীদের জন্য ওই পোস্ট দিয়েছিলেন তিনি। সেই পোস্টে সবাইকে ধন্যবাদও জানিয়েছিলেন রতন টাটা।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, মৃত্যুকালে রতন টাটার বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এ জন্য নিয়মিত চেকআপেও থাকতে হতো তাঁকে। জানা গিয়েছিল, হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন রতন টাটা।

কিন্তু বুধবার বিকেলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করে, রতন টাটার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, হঠাৎ রক্তচাপ নেমে যাওয়ায় কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষে বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে, গত ৭ অক্টোবর সকালে হঠাৎ খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি। তবে এর কিছুক্ষণ পরই তিনি এক্সে পোস্ট করে জানান, তিনি ঠিক আছেন। সেখানে তিনি বলেছিলেন, ‘আমার কথা ভাবার জন্য আপনাদের ধন্যবাদ।’

রতন টাটা তাঁর এক্স পোস্টে বলেছিলেন, ‘আমার স্বাস্থ্য সম্পর্কে প্রচারিত সাম্প্রতিক গুজব সম্পর্কে অবগত আমি এবং সবাইকে আশ্বস্ত করতে চাই যে, এই দাবিগুলো ভিত্তিহীন। বর্তমানে আমার বয়স সম্পর্কিত চিকিৎসার অবস্থার কারণে মেডিকেল চেক-আপের মধ্য দিয়ে যাচ্ছি। আমি ভালো আছি...।’

সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ৮৬ বছর বয়সী ভারতীয় এই শিল্পপতি বলেছিলেন, ‘আমি জনসাধারণ এবং গণমাধ্যমকে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি।’

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে