ভারতের রাজনীতিতে বিরোধী দল হিসেবে বেশ দুঃসময় পার করছে দেশটির সর্বপ্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। রাজ্যে রাজ্যে ভাঙন চলছে কংগ্রেসে। ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই। একের পর এক হেভিওয়েট নেতা অন্য দলে নাম লেখাচ্ছেন। আর দলের এমন অবস্থায় দলের পাশে নেই সাবেক সভাপতি রাহুল গান্ধী। ব্যক্তিগত সফরে ইউরোপে গিয়েছেন তিনি।
কংগ্রেসের এই দুঃসময় কাটিয়ে উঠতে কংগ্রেসকে আন্দোলনমুখী করতে বৃহস্পতিবার দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন সভানেত্রী সোনিয়া গান্ধী। কিন্তু এতে থাকতে পারছেন না সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ব্যক্তিগত কারণে তিনি ইউরোপ সফরে রয়েছেন।
আজকের বৈঠকেই ভারতজুড়ে আন্দোলনের রূপরেখা তৈরি হবে। কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন নিয়েও আলোচনার কথা রয়েছে। সোমবার থেকে দেশটির পার্লামেন্টের অধিবেশন শুরু হতে যাচ্ছে। এতে রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচন ও অধিবেশন ঘিরে প্রস্তুতিতে কোনো কমতি নেই বিজেপির।
গতকাল মঙ্গলবার তিনি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ধারণা করা হচ্ছে আগামী শনিবার ফিরে আসবেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই দলের বৈঠকে তাঁর পক্ষে উপস্থিত থাকা সম্ভব নয়। রাহুলের বিদেশ সফর বিশেষ করে দলের প্রয়োজনীয় সময়ে বিদেশ সফরে যাওয়ায় সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে দলীয় নেতা–কর্মীদের মধ্যে। দলের প্রতি তাঁর আনুগত্য এবং নেতা হিসেবে তাঁর দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন উঠেছে।
তাঁর এই সফর এই সময়ে এল, যখন কংগ্রেসে ভাঙন চলছে।