ভারতে আবারও করোনা সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন। এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৬৮ হাজার মানুষ। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের চেয়ে করোনা সংক্রমণের হার ১৫ দশমিক ১৮ শতাংশ বেশি। এ ছাড়া প্রতি ১০০ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১ দশমিক ৫ শতাংশ মানুষের দেহে।
ভারতে এ পর্যন্ত করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্র ও রাজস্থানে। মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮১ জন এবং রাজস্থানে ৬৪৫ জন।
ভারতে এরই মধ্যে ১৫৩ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এর পরও ২৯টি রাজ্যের ১২০টি জেলায় করোনা সংক্রমণের হার ১০ শতাংশ।