হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার পথে অশোক গেহলটের দুই বাধা

ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি নির্বাচন জমে উঠেছে। গান্ধী পরিবারের অত্যন্ত বিশ্বস্ত নেতা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেই সম্ভাব্য সভাপতি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারেন কংগ্রেসের আরেক প্রবীণ নেতা শশী থারুর। তবে এ দুই নেতার বাইরেও আজ নতুন করে কংগ্রেসের সর্বোচ্চ পদ নিয়ে নতুন টুইস্ট হাজির করেছেন দলের সাবেক সাধারণ সম্পাদক ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। তিনি ইঙ্গিত দিয়েছেন, তিনিও তো লড়তে পারেন দলের প্রেসিডেন্ট পদে।

কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর থেকেই শশীর দলীয় প্রেসিডেন্টের পদে লড়ার বিষয়টি অনেকটা নিশ্চিত। কিন্তু দলীয় প্রধানের পদে লড়ার বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে অশোক গেহলটকে। কারণ আর কিছুই নয়, কংগ্রেসের নতুন নিয়ম। নিয়মানুসারে কোনো ব্যক্তি একই সঙ্গে দলীয় ও রাষ্ট্রীয় পদে থাকতে পারবেন না।

তাই দলীয় প্রধান দলে অশোক গেহলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। আর সে ক্ষেত্রে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন তাঁর ঘোরতর বিরোধী কংগ্রেস নেতা শচীন পাইলট। তাই কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তাঁকে এক নয় দুই ফ্রন্টে লড়তে হবে। শশী থারুর তো বটেই, শচীন পাইলটও এখন তাঁর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, গতকাল মঙ্গলবার রাতে রাজস্থানের বিধায়কদের এক বৈঠকে গেহলট বলে দিয়েছেন, তিনি কংগ্রেস সভাপতি পদে লড়ার জন্য মনোনয়নপত্র পেশ করবেন। তিনি দূরে যাচ্ছেন না। দিল্লি তাঁকে যেতে হতেই পারে, তার মানে এই নয় যে তিনি রাজস্থান ছেড়ে দেবেন। তিনি বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না। চিন্তার কোনো কারণ নেই।’ সর্বশেষ গেহলট জানিয়েছেন, প্রয়োজনে এক কেন, তিন পদের দায়িত্ব সামলাতেও প্রস্তুত তিনি।

গেহলট গতকাল সন্ধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। এরপর যান রাহুলের কাছে, যেখানে পদযাত্রা করছেন তিনি। গেহলট রাহুলকে শেষবারের মতো দলের সভাপতি হওয়ার জন্য অনুরোধ করার কথা। মুখ্যমন্ত্রীর বিষয়টি নিয়েও কথা বলবেন। শচীন ইতিমধ্যে রাহুলের সঙ্গে পদযাত্রায় অংশ নিয়েছেন। এবার তিনিও সোনিয়ার সঙ্গে দেখা করবেন। শেষ পর্যন্ত কী হয়, তা জানার জন্য অবশ্য আগামী অক্টোবর অবধি অপেক্ষা করতে হবে। 

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ