হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশিদের আশ্রয় দিয়ে বাংলার সাংস্কৃতিক-সামাজিক পরিচয় বিপন্ন করেছে তৃণমূল: মোদি

প্রতিনিধি কলকাতা 

পশ্চিমবঙ্গের শিল্পনগরী দুর্গাপুরের জনসভায় নরেন্দ্র মোদি। ছবি: পিটিআই

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আবারও তীব্র হয়ে উঠেছে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বনাম ‘বাঙালি হেনস্তা’ বিতর্ক। গতকাল শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গের শিল্পনগরী দুর্গাপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি অভিযোগ করেছেন, ‘তৃণমূল সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে বাংলার সাংস্কৃতিক ও সামাজিক পরিচয় বিপন্ন করেছে।’ তাঁর স্পষ্ট বার্তা, ‘দেশের সংবিধান অনুযায়ী যারা বেআইনি অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ যেভাবে হেনস্তার শিকার হচ্ছেন, সেটা আর বরদাশত করা যাবে না। বাংলায় এখন এমন এক সরকার চলছে, যারা অপরাধীদের আড়াল করছে, আর সাধারণ নাগরিকের কণ্ঠ রোধ করছে।’

শুধু রাজনৈতিক আক্রমণেই থেমে থাকেননি মোদি। দুর্গাপুরে ৫ হাজার ৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন, ‘তৃণমূল বাংলাকে কর্মহীন করে দিয়েছে। আমরা বাংলাকে আবার শিল্পনগরীতে পরিণত করব।’

আর জি কর হাসপাতালে ধর্ষণকাণ্ড প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজ বাংলায় হাসপাতালেও মেয়েরা সুরক্ষিত নয়। যারা এই অপরাধ করেছে, তারা তৃণমূলের আশীর্বাদপুষ্ট। বাংলার মানুষকে এই অপশাসনের জবাব দিতেই হবে।’

মোদির মন্তব্যের জবাবে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘বাঙালিদেরই আজ রোহিঙ্গা বলে অপমান করা হচ্ছে। এই বিভাজনের রাজনীতি বাংলার মাটিতে চলবে না।’

২০২৬ সালের ভোটের আগে প্রধান দুই দল ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। মোদি যেখানে নিরাপত্তা ও অনুপ্রবেশের ইস্যুকে সামনে রেখেছেন, তৃণমূল সেখানে ‘বাঙালি হেনস্তা’র অভিযোগ তুলে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত