হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশিদের আশ্রয় দিয়ে বাংলার সাংস্কৃতিক-সামাজিক পরিচয় বিপন্ন করেছে তৃণমূল: মোদি

প্রতিনিধি কলকাতা 

পশ্চিমবঙ্গের শিল্পনগরী দুর্গাপুরের জনসভায় নরেন্দ্র মোদি। ছবি: পিটিআই

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আবারও তীব্র হয়ে উঠেছে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বনাম ‘বাঙালি হেনস্তা’ বিতর্ক। গতকাল শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গের শিল্পনগরী দুর্গাপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি অভিযোগ করেছেন, ‘তৃণমূল সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে বাংলার সাংস্কৃতিক ও সামাজিক পরিচয় বিপন্ন করেছে।’ তাঁর স্পষ্ট বার্তা, ‘দেশের সংবিধান অনুযায়ী যারা বেআইনি অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ যেভাবে হেনস্তার শিকার হচ্ছেন, সেটা আর বরদাশত করা যাবে না। বাংলায় এখন এমন এক সরকার চলছে, যারা অপরাধীদের আড়াল করছে, আর সাধারণ নাগরিকের কণ্ঠ রোধ করছে।’

শুধু রাজনৈতিক আক্রমণেই থেমে থাকেননি মোদি। দুর্গাপুরে ৫ হাজার ৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন, ‘তৃণমূল বাংলাকে কর্মহীন করে দিয়েছে। আমরা বাংলাকে আবার শিল্পনগরীতে পরিণত করব।’

আর জি কর হাসপাতালে ধর্ষণকাণ্ড প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজ বাংলায় হাসপাতালেও মেয়েরা সুরক্ষিত নয়। যারা এই অপরাধ করেছে, তারা তৃণমূলের আশীর্বাদপুষ্ট। বাংলার মানুষকে এই অপশাসনের জবাব দিতেই হবে।’

মোদির মন্তব্যের জবাবে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘বাঙালিদেরই আজ রোহিঙ্গা বলে অপমান করা হচ্ছে। এই বিভাজনের রাজনীতি বাংলার মাটিতে চলবে না।’

২০২৬ সালের ভোটের আগে প্রধান দুই দল ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। মোদি যেখানে নিরাপত্তা ও অনুপ্রবেশের ইস্যুকে সামনে রেখেছেন, তৃণমূল সেখানে ‘বাঙালি হেনস্তা’র অভিযোগ তুলে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল।

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত