হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসের পাঁচ মাসব্যাপী ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু আজ 

আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেসের পাঁচ মাসব্যাপী ‘ভারত জোড়ো যাত্রা’। রাহুল গান্ধীর নেতৃত্বে ১৫০ দিনের এই পদযাত্রায় ১২টি রাজ্য ঘুরবেন কংগ্রেসের নেতা-কর্মীরা। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ২০২৪ সালের লোকসভা নির্বাচন ঘিরে নতুন উদ্যমে মাঠে নামতে মরিয়া দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। এরই অংশ হিসেবে বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর—মোট ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া হবে এই পদযাত্রায়। 

এতে রাহুল গান্ধীর সঙ্গে অন্যান্য কংগ্রেস নেতা থাকবেন, একই সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিসহ ৩০০ জন এই ‘ভারত জোড়ো যাত্রায়’ শামিল হবেন। 

কংগ্রেস জানিয়েছে, এই যাত্রায় রাহুল গান্ধী রাতে কোনো হোটেলে থাকবেন না। যাত্রা চলাকালীন তিনি একটি কনটেইনারে থাকবেন। দলের নেতাদের সঙ্গে তাঁবু খাঁটিয়ে একসঙ্গে খাওয়াদাওয়া সারবেন। 

কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথে প্রতিদিন একটি করে নতুন গ্রামে রাতে থাকবে রাহুলসহ দলটি। পাঁচ মাস ধরে চলা ‘ভারত জোড়ো যাত্রায়’ এক দিনে ২২ থেকে ২৩ কিলোমিটার যাত্রা করবে। রোজ সকাল ৭টায় যাত্রা শুরু হবে, চলবে ১০টা পর্যন্ত। তারপর কয়েক ঘণ্টার বিশ্রাম। ফের বেলা সাড়ে ৩টায় যাত্রা শুরু হবে। চলবে সন্ধে ৭টা পর্যন্ত। 

‘ভারত জোড়ো যাত্রা’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক পদযাত্রা হতে যাচ্ছে বলে দাবি করেছে কংগ্রেস।

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং