হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসের পাঁচ মাসব্যাপী ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু আজ 

আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেসের পাঁচ মাসব্যাপী ‘ভারত জোড়ো যাত্রা’। রাহুল গান্ধীর নেতৃত্বে ১৫০ দিনের এই পদযাত্রায় ১২টি রাজ্য ঘুরবেন কংগ্রেসের নেতা-কর্মীরা। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ২০২৪ সালের লোকসভা নির্বাচন ঘিরে নতুন উদ্যমে মাঠে নামতে মরিয়া দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। এরই অংশ হিসেবে বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর—মোট ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া হবে এই পদযাত্রায়। 

এতে রাহুল গান্ধীর সঙ্গে অন্যান্য কংগ্রেস নেতা থাকবেন, একই সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিসহ ৩০০ জন এই ‘ভারত জোড়ো যাত্রায়’ শামিল হবেন। 

কংগ্রেস জানিয়েছে, এই যাত্রায় রাহুল গান্ধী রাতে কোনো হোটেলে থাকবেন না। যাত্রা চলাকালীন তিনি একটি কনটেইনারে থাকবেন। দলের নেতাদের সঙ্গে তাঁবু খাঁটিয়ে একসঙ্গে খাওয়াদাওয়া সারবেন। 

কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথে প্রতিদিন একটি করে নতুন গ্রামে রাতে থাকবে রাহুলসহ দলটি। পাঁচ মাস ধরে চলা ‘ভারত জোড়ো যাত্রায়’ এক দিনে ২২ থেকে ২৩ কিলোমিটার যাত্রা করবে। রোজ সকাল ৭টায় যাত্রা শুরু হবে, চলবে ১০টা পর্যন্ত। তারপর কয়েক ঘণ্টার বিশ্রাম। ফের বেলা সাড়ে ৩টায় যাত্রা শুরু হবে। চলবে সন্ধে ৭টা পর্যন্ত। 

‘ভারত জোড়ো যাত্রা’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক পদযাত্রা হতে যাচ্ছে বলে দাবি করেছে কংগ্রেস।

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ