হোম > বিশ্ব > ভারত

ইটভাটা শ্রমিক কুড়িয়ে পেলেন ১ কোটি ৬২ লাখ রুপির হিরা

ভারতের মধ্যপ্রদেশে এক ইটভাটা শ্রমিক একটি হিরা কুড়িয়ে পেয়েছিলেন। ২৬ দশমিক ১১ ক্যারেটের ওই হিরাটি সম্প্রতি নিলামে তোলা হয়েছিল। নিলামে হিরাটি ১ কোটি ৬২ লাখ রূপিতে বিক্রি করা হয়। ওই নিলামে আরও ৮৭টি বিভিন্ন আকারের মোট ১ কোটি ৮৯ লাখ রূপিতে বিক্রি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

চলতি বছরের ফেব্রুয়ারির ২১ তারিখে ২৬ দশমিক ১১ ক্যারেটের ওই হিরাটি স্থানীয় এক ইটভাটা কর্মী তাঁর কর্মস্থলে কুড়িয়ে পান বলে জানিয়েছেন মধ্য প্রদেশের পান্না শহরের এক সরকারি কর্মকর্তা। 

ওই কর্মকর্তা আরও বলেন, ‘নিলামের শুরুতে মূল্যবান পাথরটির দাম প্রতি ক্যারেটে ৩ লাখ নির্ধারণ করা হয়েছিল। শেষ পর্যন্ত প্রতি ক্যারেটে ৬ দশমিক ২২ লাখ রূপিতে বিক্রি করা হয়।’ 
তিনি আরও বলেন, ‘পান্নাতে অনেক দিন পর এত বড় হিরা পাওয়া গেল।’ 

এনডিটিভির খবরে বলা হয়, গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের ‘ডায়মন্ডের শহর’ বলে খ্যাত পান্নাতে ওই নিলাম অনুষ্ঠিত হয়। ওই শহরটি মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত। 

পান্নার জেলা কালেক্টর সঞ্জয় কুমার মিশ্রা জানিয়েছেন, নিলামের প্রথম দিনে সব মিলিয়ে ৩৬টি হিরা বিক্রি করা হয়। সম্মিলিতভাবে হিরাগুলোর ওজন ছিল প্রায় ৮২ দশমিক ৪৫ ক্যারেট। হিরাগুলো বিক্রি করা হয় ১ কোটি ৬৫ লাখ রূপিতে। নিলামের দ্বিতীয় দিনে সব মিলিয়ে ৭৮ দশমিক ৩৫ ক্যারেটের ৫২টি হিরা বিক্রি করা হয় ১ কোটি ৮৯ লাখ রূপিতে। 

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা