হোম > বিশ্ব > ভারত

যেভাবে সভাপতি নির্বাচন করে ভারতের কংগ্রেস পার্টি

দীর্ঘ ২২ বছর পর ভারতের কংগ্রেস পার্টির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ভারতজুড়ে শুরু হয়েছে ব্যাপক উদ্দীপনা। দলের দুই জ্যেষ্ঠ রাজনীতিক মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুর এ পদের জন্য লড়ছেন। তবে গান্ধী পরিবারের কেউই এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এই নির্বাচনকে ঘিরে আলোচনা তুঙ্গে এ কারণেও যে, দুই দশকেরও বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরের কেউ একজন ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি হতে যাচ্ছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এর আগে ২০০০ সালে জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে দলের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এরপর বিনা ভোটেই কংগ্রেসের সভাপতি হন রাহুল গান্ধী। কিন্তু ২০১৯ সালের ১০ আগস্ট রাহুল লোকসভা ভোটে পরাজিত হয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দিলে সোনিয়াকেই ফের দায়িত্ব নিতে হয়। এরপর প্রায় তিন বছর আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সভাপতি পদে নির্বাচন। নেতা-কর্মীদের শত অনুরোধেও গান্ধী পরিবারের কেউ এবার ভোটে দাঁড়াননি।

কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সকল ব্যবস্থা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।’

যেভাবে হয় কংগ্রেসের সভাপতি নির্বাচন

সারা দেশের ৯ হাজারেও বেশি প্রদেশের কংগ্রেস কমিটির প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে দলীয় প্রধান নির্বাচন করেন। এই প্রতিনিধিরা পাঁচ বছর পর পর সংগঠনের মধ্যে থেকে নির্বাচিত হন।

দলের সদর দপ্তর দিল্লি ছাড়াও সমগ্র দেশে ভোট অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর ছাড়াও সারা ভারতের ৬৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুর নিজ নিজ রাজ্য কর্ণাটক এবং কেরালায় তাঁদের ভোট দেবেন।

এ ছাড়াও দিল্লিতে সেই প্রতিনিধিরাই তাঁদের ভোট দিতে পারেন যাঁরা কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকেই তাঁদের নিজের রাজ্যের পরিবর্তে দিল্লিতে ভোট দেওয়ার অনুমতি পেয়ে থাকেন।

ভোটগ্রহণ শেষ হয়ে গেলে সিল করা ভোটবাকশোগুলো আগামীকাল মঙ্গলবার দিল্লিতে নিয়ে যাওয়া হবে এবং খোলার আগে দিল্লিতে দলের সদর দপ্তরে একটি স্ট্রং রুমে রাখা হবে। এরপর বুধবারে ভোট গণনা শুরু হবে। ওই দিনই ভোটের ফলাফল জানা যাবে। যিনি ৫০ শতাংশের বেশি ভোট পাবেন তিনি কংগ্রেস সভাপতি নির্বাচিত হবেন। 

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান