হোম > বিশ্ব > ভারত

গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে পদ্মশ্রী পেলেন নিরক্ষর ফল বিক্রেতা

কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরুতে বাঁশের ডালায় করে কমলা ফেরি করেন হরেকালা হাজাব্বা। আজ সোমবার রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী সম্মাননা পেলেন তিনি।

৬৬ বছর বয়সী কমলা বিক্রেতা হরেকালা নিউপাদপু গ্রামে একটি স্কুল তৈরি করে গ্রামীণ শিক্ষায় বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। সেটির স্বীকৃতি স্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হলো। বিদ্যালয়টিতে বর্তমানে গ্রামের ১৭৫ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পড়াশোনা করছে।

হাজাব্বা ১৯৭৭ সাল থেকে ম্যাঙ্গালুরুর বাস ডিপোতে কমলা বিক্রি করেন। তিনি লেখাপড়া জানেন না। জীবনে কখনো তাঁর স্কুলে যাওয়ার সুযোগ হয়নি।

১৯৭৮ সালে এক বিদেশি তাঁর কাছে কমলার দাম জানতে চান। কিন্তু ভাষার আগামাথা কিছুই বুঝে উঠতে পারেননি হাজাব্বা। সেই তিক্ত অভিজ্ঞতাই তাঁকে গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার তীব্র বাসনা তৈরি করে দেয়।

পদ্মশ্রী হাজাব্বা বার্তা সংস্থা এএনআইকে বলেন, আমি ওই বিদেশির কথার কিছুই বুঝিনি। খুব খারাপ লেগেছিল সেদিন। তখনই গ্রামে একটি স্কুল করার সিদ্ধান্ত নিয়ে ফেলি।

তিনি বলেন, আমি শুধু কন্নড় জানি, ইংরেজি বা হিন্দি কোনোটাই বুঝি না। বিদেশির কথার জবাব দিতে না পারায় আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। আমি আমার গ্রামে একটি স্কুল করার বিষয়ে ভাবছিলাম।

সেই স্কুল নির্মাণের স্বপ্ন বাস্তবে রূপ নেয় ওই ঘটনার দুই দশক পর।

প্রয়াত বিধায়ক ফরিদের সঙ্গে যোগাযোগ করেন হাজাব্বা। ২০০০ সালে স্কুল নির্মাণের বরাদ্দ আনিয়ে দেন বিধায়ক। বহু সমাজ হিতৈষী কর্মকাণ্ডের জন্য হাজাব্বাকে ‘অক্ষরা সান্তা’ খেতাবসহ বহু সম্মাননা দেয় রাজ্য সরকার।

মাত্র ২৮ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছিল হাজাব্বার সেই স্কুল। এখন সেখানে দশম শ্রেণি পর্যন্ত ১৭৫ জন শিক্ষার্থীর পড়াশোনার ব্যবস্থা রয়েছে।

হাজাব্বা পদ্মশ্রী পুরস্কারের অর্থ ও জমানো টাকা দিয়ে নিজ গ্রামে আরও স্কুল নির্মাণ করতে চান।

তাঁর পরবর্তী লক্ষ্য কী জানতে চাইলে হাজাব্বা বলেন, আমার লক্ষ্য, এতোদিনে বিভিন্ন পুরস্কারের জমানো টাকা দিয়ে আমার গ্রামে আরও স্কুল-কলেজ তৈরি করা। অনেকে অর্থ দান করেছেন এবং আমিও জমি কেনার জন্য টাকা জমিয়েছি।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমার গ্রামে একটি কলেজ নির্মাণের জন্য অনুরোধ করেছি।

ভারতের কেন্দ্র সরকার ২০২০ সালের জানুয়ারিতে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। কিন্তু কোভিড ১৯-এর স্বাস্থ্যবিধির কারণে পুরস্কার হস্তান্তর করা হলো আজ।

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ