হোম > বিশ্ব > ভারত

‘প্রেমিকের’ সঙ্গে বেঙ্গালুরুর হোটেলে আসামের তরুণী, দরজা ভেঙে মিলল লাশ

নিহত তরুণী মায়া গগৈ ও তাঁর প্রেমিক আরাভ হনয়। ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুর এক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আসামের বাসিন্দা মেয়েটি দুদিন আগে তাঁর ‘প্রেমিকের’ সেখানে ওঠেছিলেন। ওই যুবক কেরালার একটি স্কুলে ছাত্র উপদেষ্টা হিসেবে কর্মকর্তা। পুলিশ তাঁকে খুঁজছে। ডাকাডাকি করে সারা না পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে ওই তরুণীর ক্ষতবিক্ষত লাশ মেলে। এর কয়েক ঘণ্টা আগেই ভোরের আলো ফোটার আগে তাঁর প্রেমিক বেরিয়ে যান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, ওই তরুণী ও আরাভ হনয় নামে প্রেমিক গত ২৩ নভেম্বর বেলা সাড়ে ১২টা নাগাদ ওই হোটেলে প্রবেশ করেন। সিসি ক্যামেরায় আজ সকালে আরাভকে একা হোটেল থেকে বের হতে দেখা যায়।

পলিশ বলছে, নিহত মায়া গগৈ বেঙ্গালুরুর একটি ফার্মেসিতে কাজ করতেন, তিনি ভ্লগার ছিলেন। হোটেলে ওঠার পরদিন রাতে আরাভ ছুরিকাঘাত করে মেয়েটিকে খুন করে বলে তাঁদের ধারণা। হত্যার পর পরই না পালিয়ে কৌশল হিসেবে দুই দিন থেকে আজ সকালে হোটেল ছাড়েন তিনি।

বেঙ্গালুরুর (পূর্ব) ডেপুটি কমিশনার অব পুলিশ ডি. দেবরাজ বলেন, ‘অভিযুক্ত তরুণ ২৪ তারিখ রাতে তাঁর প্রেমিকাকে ছুরিকাঘাতে খুন করেন। দুই দিন সেখানে থেকে, অবস্থা বুঝে কৌশলে আজ সকালে পালিয়ে যান। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।’

উল্লেখ্য, এই ঘটনার ঠিক দুইদিন আগে বেঙ্গালুরুর অন্য একটি ভবনের বাথরুম থেকে ২৪ বছর বয়সী একজন তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান