হোম > বিশ্ব > ভারত

‘প্রেমিকের’ সঙ্গে বেঙ্গালুরুর হোটেলে আসামের তরুণী, দরজা ভেঙে মিলল লাশ

নিহত তরুণী মায়া গগৈ ও তাঁর প্রেমিক আরাভ হনয়। ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুর এক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আসামের বাসিন্দা মেয়েটি দুদিন আগে তাঁর ‘প্রেমিকের’ সেখানে ওঠেছিলেন। ওই যুবক কেরালার একটি স্কুলে ছাত্র উপদেষ্টা হিসেবে কর্মকর্তা। পুলিশ তাঁকে খুঁজছে। ডাকাডাকি করে সারা না পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে ওই তরুণীর ক্ষতবিক্ষত লাশ মেলে। এর কয়েক ঘণ্টা আগেই ভোরের আলো ফোটার আগে তাঁর প্রেমিক বেরিয়ে যান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, ওই তরুণী ও আরাভ হনয় নামে প্রেমিক গত ২৩ নভেম্বর বেলা সাড়ে ১২টা নাগাদ ওই হোটেলে প্রবেশ করেন। সিসি ক্যামেরায় আজ সকালে আরাভকে একা হোটেল থেকে বের হতে দেখা যায়।

পলিশ বলছে, নিহত মায়া গগৈ বেঙ্গালুরুর একটি ফার্মেসিতে কাজ করতেন, তিনি ভ্লগার ছিলেন। হোটেলে ওঠার পরদিন রাতে আরাভ ছুরিকাঘাত করে মেয়েটিকে খুন করে বলে তাঁদের ধারণা। হত্যার পর পরই না পালিয়ে কৌশল হিসেবে দুই দিন থেকে আজ সকালে হোটেল ছাড়েন তিনি।

বেঙ্গালুরুর (পূর্ব) ডেপুটি কমিশনার অব পুলিশ ডি. দেবরাজ বলেন, ‘অভিযুক্ত তরুণ ২৪ তারিখ রাতে তাঁর প্রেমিকাকে ছুরিকাঘাতে খুন করেন। দুই দিন সেখানে থেকে, অবস্থা বুঝে কৌশলে আজ সকালে পালিয়ে যান। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।’

উল্লেখ্য, এই ঘটনার ঠিক দুইদিন আগে বেঙ্গালুরুর অন্য একটি ভবনের বাথরুম থেকে ২৪ বছর বয়সী একজন তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার