হোম > বিশ্ব > ভারত

মুম্বাইসহ কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি

প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের মুম্বাইয়ের জনজীবন। সতর্কতা বিবেচনায় মুম্বাইসহ আশপাশের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। 

দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, মহারাষ্ট্রজুড়েই গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। মুম্বাই, থানে, রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ, পালঘর, পুণে, কোলাপুর ও সাতারায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মহারাষ্ট্রে মোতায়েন রয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৭টি দল। 

সাবওয়েগুলো জলমগ্ন হয়ে পড়ায় যাতায়াতে সমস্যা হচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে রেল চলাচলও। মুম্বাইয়ে কাজ করছে এনডিআরএফের পাঁচটি দল। অতি ভারী বৃষ্টির সতর্কতায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। এ ছাড়া অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে কয়েকটি এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। 

এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরালা, গোয়া ও কর্ণাটকের একাধিক স্থানে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, রাস্তাঘাট। বেশ কয়েকটি এলাকায় স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। উদ্ধারকাজে যোগ দিয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। 

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার