প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের মুম্বাইয়ের জনজীবন। সতর্কতা বিবেচনায় মুম্বাইসহ আশপাশের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর।
দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, মহারাষ্ট্রজুড়েই গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। মুম্বাই, থানে, রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ, পালঘর, পুণে, কোলাপুর ও সাতারায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মহারাষ্ট্রে মোতায়েন রয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৭টি দল।
এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরালা, গোয়া ও কর্ণাটকের একাধিক স্থানে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, রাস্তাঘাট। বেশ কয়েকটি এলাকায় স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। উদ্ধারকাজে যোগ দিয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনী।