হোম > বিশ্ব > ভারত

যোগীর নেই বাড়ি-গাড়ি, আছে লক্ষাধিক রুপির অস্ত্র 

ভারতের উত্তর প্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার রাজ্যের বিধানসভা ভোটের মনোনয়ন জমা দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে গোরক্ষপুর আরবান আসনের এই হেভিওয়েট প্রার্থী দাখিল করেছেন হলফনামাও। সেখানে তাঁকে জানাতে হয়েছে তাঁর মোট বিষয় সম্পত্তির পরিমাণও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এমনটি বলা হয়।

আগামী ৩ মার্চ উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট। নির্বাচনী হলফনামায় যোগী জানিয়েছেন, তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মোট মূল্য দেড় কোটি রুপির কিছু বেশি। যোগীর দেওয়া হিসাব অনুযায়ী ছয়টি ব্যাংক অ্যাকাউন্টে তাঁর ১ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার ৫৪ রুপি জমা রয়েছে। ছয়টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিল্লির স্টেট ব্যাংকের পার্লামেন্ট হাউসের শাখায় রয়েছে ২৫ লাখ ৯৯ হাজার ১৭১ রুপি। গোরক্ষপুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গোরক্ষনাথ শাখায় রয়েছে ৪ লাখ ৩২ হাজার ৭৫১ রুপি। স্টেট ব্যাংকের লক্ষ্ণৌ বিধান সভা মার্গের শাখায় জমা আছে ৬৭ লাখ ৮৫ হাজার ৩৯৫ রুপি। গোরক্ষনাথের স্টেট ব্যাংক শাখায় রয়েছে সাত হাজার ৯০৮ রুপি। যোগী জানিয়েছেন তাঁর হাতে নগদ রয়েছে এক লাখ রুপি। 

এছাড়া দুটি ফিক্সড ডিপোজিটও রয়েছে উত্তর প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রীর। একটি সাড়ে আট লাখের কাছাকাছি। অন্যটি ৭ লাখ রুপির কিছু বেশি। 

গতকাল শুক্রবার হলফনামায় যোগী দাবি করেছেন, তাঁর নিজস্ব জমি বা বাড়ি নেই। তবে ন্যাশনাল সঞ্চয়ী স্কিম ও বিমায় ৩৭ লাখ ৫৭ হাজার রুপি বিনিয়োগ রয়েছে। তার একটি সোনার কুণ্ডল রয়েছে। যার দাম ৪৯ হাজার রুপি। একটি সোনার চেনে রুদ্রাক্ষ পরেন। তার দাম ২০ হাজার রুপি। ১২ হাজার রুপি দামের একটি মোবাইল ফোনের কথাও জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। 

তবে প্রায় ২ লাখ রুপি মূল্যের আগ্নেয়াস্ত্র আছে যোগীর। এর মধ্যে একটি রিভলবারের দাম ১ লাখ রুপি। আছে ৮০ হাজার রুপি দামের একটি রাইফেলও। 

২০১৭ সালে উত্তর প্রদেশের বিধানসভায় প্রার্থী হয়েছিলেন যোগী আদিত্যনাথ। তখন তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ছিল ৯৫ লাখ ৯৮ হাজার রুপি। হিসাব বলছে, ৫ বছরে ৬০ লাখ রুপির সম্পত্তি বেড়েছে তাঁর।

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত