হোম > বিশ্ব > ভারত

আসামে মশাবাহিত এনসেফালাইটিসে মৃত ২৩ 

কলকাতা প্রতিনিধি

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এবার নতুন বিপদ হিসেবে হাজির হয়েছে মশাবাহিত রোগ জাপানি এনসেফেলাইটিস। এই রোগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এপ্রিল থেকে আসামে চলতি মৌসুমে এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এই রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ১৬০ জন। 

গত ২৪ ঘণ্টায় যে ৪ জনের মৃত্যু হয়েছে তাঁরা সবাই মরিগাঁও এবং নলবাড়ি জেলার বাসিন্দা। রাজ্যের এই দুই জেলায় সম্প্রতি বন্যার কবল থেকে মুক্তি পেয়েছে। আসামের ন্যাশনাল হেলথ মিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে এনসেফালাইটিসে আক্রান্ত হয়েছে আরও ১৬ জন। 

এদিকে, বন্যার কবল থেকে মুক্তি পাওয়ার পরপরই করোনাভাইরাস এবং জাপানি এনসেফালাইটিসের প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে রাজ্যের জনগণ এবং প্রশাসনে। ন্যাশনাল হেলথ মিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর আসামে ১৩১ জন এবং গত ৪ বছরে মোট ১ হাজার ৬৯ জন এই রোগে প্রাণ হারিয়েছেন। 

পাশাপাশি করোনার সংক্রমণও বাড়ছে। আসামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৬ জন এবং ১ জনের মৃত্যু হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী রাজ্যের ৩৫টির মধ্যে ৬টি জেলার ৭৯৯টি গ্রাম এখনো বন্যাকবলিত। ৪৫টি ত্রাণ শিবিরে ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়ে বাধ্য হয়েছেন। 

উল্লেখ্য, চলতি মৌসুমে এখন পর্যন্ত আসামে প্রায় ২০০ জন মানুষ বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার