হোম > বিশ্ব > ভারত

ভারতে রাজনৈতিক দলগুলোর মিথ্যা প্রতিশ্রুতি রুখতে চায় নির্বাচন কমিশন

কলকাতা প্রতিনিধি

ভারতের নির্বাচন কমিশন এক দারুণ উদ্যোগ নিয়েছে। দেশটির নির্বাচনে প্রার্থীদের দেওয়া অর্থনৈতিক এবং নানাবিধ প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে নতুন একটি বিধান জারি করতে যাচ্ছে তাঁরা। নতুন বিধান অনুসারে, রাজনৈতিক দলগুলোকে নতুন কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সেই প্রতিশ্রুতি কীভাবে পালন করা হবে সেই পদ্ধতি কমিশনকে জানাতে হবে। প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা অর্জন করে জয়ের পর সেই প্রতিশ্রুতি পালনের আর্থিক দায়বদ্ধতা থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটিই জানাতে হবে।

ভারতের নির্বাচন কমিশন আজ মঙ্গলবার এই বিষয়টি প্রস্তাব করেছে। রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেয় সেগুলোর অস্পষ্টতা এবং সেগুলা বাস্তবায়নে আর্থিক উৎসের অস্পষ্টতা দূর করার লক্ষ্যে নির্বাচন কমিশন মডেল কোড অব কনডাক্ট (এমসিসি) প্রস্তাব করেছে।

এই বিষয়ে নির্বাচন কমিশন এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে মূল্যায়ন চেয়ে চিঠি পাঠিয়েছে। এই বিষয়টি বাধ্যতামূলক করার আগে দলগুলোর কাছ থেকে তাঁদের মতামত চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো জবাব না এলে তাঁরা ধরে নেবেন এ বিষয়ে কিছু বলার নেই দলগুলোর।

এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ‘বিদ্যমান আচরণবিধির নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলগুলো এবং তাদের বাছাই করা প্রার্থীদের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতির যৌক্তিকতার বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করতে বলা হয়। এবং কীভাবে প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে সেগুলোও জানাতে বলা হয়। কিন্তু ভারতের নির্বাচন কমিশন পর্যবেক্ষণে দেখতে পেয়েছে—তাদের দেওয়া বিবরণ কেবলই রুটিন কাজ, দ্ব্যর্থক এবং সেখানে ভোটারদের কাছে সংশ্লিষ্ট প্রতিশ্রুতির বিষয়ে পর্যাপ্ত তথ্য দেওয়া হয় না।’

বিবৃতিতে আরও বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডের সমন্বয়ে গঠিত কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে কমিশন এসব বিষয়ে আর ‘নির্বাক দর্শক’ হয়ে থাকবে না। বরং সিদ্ধান্তমূলক অবস্থান গ্রহণ করবে।

উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই সরকারি দান-খয়রাত নিয়ে একটি মামলা সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছে। 

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত