হোম > বিশ্ব > ভারত

তীব্র যানজট, জরুরি অস্ত্রোপচার করতে ৩ কিলোমিটার দৌড়ালেন সার্জন

তীব্র যানজটে আটকা ব্যক্তিগত গাড়ি। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে তিন কিলোমিটার দৌড়ে হাসপাতালে গেলেন চিকিৎসক। কারণ আর কিছুই না, এক রোগীর জীবন-মরণ প্রশ্ন। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হবে। 

এমন ঘটনায় প্রশংসায় ভাসছেন ভারতের বেঙ্গালুরুর এক সার্জন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর দৌড়ের দৃশ্য। 

ব্যাঙ্গালুরু ট্র্যাফিকের জন্য কুখ্যাত। স্বল্প দূরত্ব যেতেও অনেক সময় ঘণ্টা পেরিয়ে যায়। ডা. গোবিন্দ নন্দকুমার সেখানে মণিপাল হাসপাতালের একজন গ্যাস্ট্রোএন্টারোলজি সার্জন। গত ৩০ আগস্ট একটি জরুরি ল্যাপারোস্কোপিক গলব্লাডার সার্জারি করতে যাচ্ছিলেন। কিন্তু সারজাপুর-মারাথাল্লি রোডে তীব্র যানজটে আটকে পড়েন। 

অস্ত্রোপচারে দেরি হলে রোগীর অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে, এটি ডাক্তার নন্দকুমার জানতেন। তাই আর দেরি করেননি। ব্যক্তিগত গাড়ি থেকে নেমে তিন কিলোমিটার দৌড়ে গিয়ে অস্ত্রোপচার করেছেন। সেই দৌড়ের একটি ভিডিও ক্লিপ তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। ভিডিওর ক্যাপশনে ডাক্তার নন্দকুমার লিখেছেন: 

‘আমি প্রতিদিন সেন্ট্রাল ব্যাঙ্গালোর থেকে মণিপাল হাসপাতাল, সারজাপুর যাতায়াত করি, যা ব্যাঙ্গালোরের দক্ষিণ-পূর্বে অবস্থিত। আমি অস্ত্রোপচারের জন্য ঠিক সময়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। আমার টিম প্রস্তুত ছিল। আমি পৌঁছানোর সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করার জন্য তারা প্রস্তুত ছিল। প্রচণ্ড যানজট দেখে আমি গাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং দুবার না ভেবে হাসপাতালের দিকে ছুটলাম।’ 

ডাক্তার নন্দকুমারের দল রোগীকে অ্যানেসথেসিয়া দিতে প্রস্তুত ছিল। অপারেশন থিয়েটারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের কাজ শুরু হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং রোগী সময়মতোই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 

ডা. নন্দকুমার মণিপাল হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের কনসালট্যান্ট হিসেবে কাজ করেন। ওই রোগী দীর্ঘদিন ধরে পিত্তথলির রোগে ভুগছিলেন। 

গত কয়েক সপ্তাহের ভারী বর্ষণের কারণে বেঙ্গালুরুতে জলাবদ্ধতা ও যানজট লেগেই থাকছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওতে দেখা যাচ্ছে, বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়েতে দীর্ঘ জলাবদ্ধ অংশে যানবাহন আটকে আছে শত শত গাড়ি। লোকজন হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কিছু এলাকায় আটকে পড়া মানুষকে নৌকায় করে পারাপার করা হচ্ছে।

অন্যান্য খবর পড়ুন:

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’