হোম > বিশ্ব > ভারত

টমেটো বেচে ৩০ লাখ রুপি আয়, সেই অর্থের জন্যই গেল প্রাণ  

ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা রাজশেখর রেড্ডি (৬২)। তিনি এবার বেশ কিছু জমিতে টমেটো চাষ করেছিলেন। গত কয়েক সপ্তাহ ভারতে টমেটোর বাজার চড়া হওয়ায় দামও পেয়েছেন বেশ। প্রায় ৩০ লাখ রুপি। সেই টাকাই হলো কাল। টাকার জন্য ওই বৃদ্ধেকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, রাজশেখর শুধু জুলাই মাসের প্রথম সপ্তাহে ৭০ বাক্স টমেটো বিক্রি করেছিলেন। তাঁর আয় হয়েছিল প্রায় ৩০ লাখ রুপি। সেই টাকার জন্যই তাঁকে খুন হতে হয়েছে বলে দাবি পরিবারের।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, রাজশেখর বাইক চালিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁর রাস্তা আটকায়। মুখে কাপড় গুঁজে গাছের সঙ্গে তাঁকে বেঁধে ফেলে তারা। তারপর বেধড়ক মারধর করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, এলাকার অন্যান্য ব্যবসায়ীরা এই খুনের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। এই হত্যার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজ্য পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে গ্রামে দুধ দিতে যাওয়ার সময় তাঁকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। হামলাকারীরা তাঁকে আটকে রেশমের সুতো দিয়ে হাত-পা বেঁধে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। তবে দুর্বৃত্তদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। 

ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট জানিয়ছেন, সব দিক থেকেই ঘটনার তদন্ত করা হচ্ছে। চারটি তদন্ত দল গঠন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি