হোম > বিশ্ব > ভারত

ভারতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

ভারতে করোনা পরিস্থিতি দিন দিন বাজে দিকে যাচ্ছে। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই ভারতে একদিনে শনাক্ত হওয়া সর্বোচ্চ সংক্রমণ।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৭৮০ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাাঁড়াল ১ লাখ ৬৭ হাজার ৬৪২।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেই শুরু থেকে এখন পর্যন্ত ভারতে মোট ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা বিবেচনায় গোটা বিশ্বে এখন ভারতের অবস্থান তৃতীয়। এ তালিকায় সবার শীর্ষে রয়েছে এখনো যুক্তরাষ্ট্র। এর পরই ব্রাজিলের অবস্থান।

এ অবস্থায় করোনা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার জন্য মুখ্যমন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, উদ্ভুত করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার জরুরি বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। বৈঠকে মুখ্যমন্ত্রীদের তিনি বলেন, সাধারণ মানুষ তো বটেই মুখ্যমন্ত্রীরাও করোনাভাইরাস মোকাবিলায় গা ছাড়া ভাব দেখাচ্ছেন। ভার্চ্যুয়াল পরিসরে হওয়া এই বৈঠকে পরিস্থিতি সামাল দিতে সবাইকে তিনি কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পরীক্ষার সংখ্যা বাড়ানো, সান্ধ্য কারফিউসহ মানুষের চলাচল ও জনসমাবেশ রোধে কঠোর হওয়ার জন্য মুখ্যমন্ত্রীদের আহ্বান জানান তিনি।

বৈঠকে নরেন্দ্র মোদি আগামী ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ‘টিকা উৎসব’ পালনের প্রস্তাব করেন। এই সময়ের মধ্যে টিকাদান কর্মসূচি সফল করতে নাগরিক নেতৃবৃন্দসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে করোনা মোকাবিলায় যে টিকার ওপর নির্ভর করছে সবাই, সেই টিকারও সরবরাহ সংকট রয়েছে। টাইমস অব ইন্ডিয়ার দেওয়া তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত মোট ৯ কোটি ৪৩ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখনো টিকা কার্যক্রম অব্যাহত থাকলেও বেশ কিছু অঞ্চলে সরবরাহ সংকটের কারণে টিকা দেওয়া যাচ্ছে না। এর মধ্যে মুম্বাই অন্যতম। সেখানে সবরাহ সংকটের কারণে আজ শুক্রবার বেশ কিছু টিকাকেন্দ্র বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ক্রমাগত বাজে দিকে যাওয়া করোনা পরিস্থিতি মোকাবিলায় মানুষের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ভারতের বিভিন্ন রাজ্য প্রশাসন। এর মধ্যে দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশে সান্ধ্য কারফিউ জারি করা হয়েছে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’