হোম > বিশ্ব > ভারত

পাঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস

কলকাতা প্রতিনিধি

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে বড় ধরনের ভাঙনের মুখে পড়েছে কংগ্রেস। পাঞ্জাবে দলীয় কোন্দল মেটাতে ব্যর্থ হয়েছে দলটি। সাবেক ক্রিকেটার ও প্রদেশ কংগ্রেস সভাপতি নবজ্যোত সিং সিধুর সঙ্গে বিবাদের জেরে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অমরিন্দার। এবার তিনি নতুন দল গড়ার ঘোষণা দিয়েছেন। এতে পাঞ্জাবে বেশ চাপে পড়েছে শাসক দল কংগ্রেস।

টুইটারে গত মঙ্গলবার অমরিন্দার জানিয়েছেন, বিজেপির সঙ্গে সমঝোতা করেই ভোটে লড়বে তাঁর নতুন দল। সেই সঙ্গে বছরখানেক ধরে চলা আন্দোলনরত কৃষকদের দাবিদাওয়া নিয়েও একটা সমাধানসূত্রে পৌঁছানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

অমরিন্দার আরও জানিয়েছেন, পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যটির স্থিরতা ও নিরাপত্তা নিশ্চিত না করে তিনি কিছুতেই বিশ্রাম নেওয়ার কথা ভাবতে পারেন না। তাই রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থেই তিনি নতুন দল গড়ছেন। 

অমরিন্দার নতুন দল গড়ায় কংগ্রেস হাইকমান্ড কিছু না বললেও রাজ্যনেতারা কড়া সমালোচনা করেছেন। পাঞ্জাবের মন্ত্রী প্রাগত সিংয়ের মতে, অমরিন্দারের দলত্যাগে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। 

প্রাগতের অভিযোগ, কংগ্রেসে থেকেও বিজেপির কথায়ই চলতেন অমরিন্দার। বিজেপির সঙ্গে গোপন সমঝোতা ছিল। নতুন দল গড়ে বিজেপির সঙ্গে জোটের কথা বলে সেই অভিযোগেরই সত্যতা প্রমাণ করেছেন তিনি।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অমরিন্দার নতুন দল গড়ায় পাঞ্জাবে বড় ধরনের ধাক্কা খেতে পারে কংগ্রেস। কৃষক আন্দোলনের জেরে বিজেপি বেশ কোণঠাসা হলেও অমরিন্দারের হাত ধরে পাঞ্জাবে ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই দেখার।  

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে