হোম > বিশ্ব > ভারত

দেড় লাখ ব্যবধানে মোদির জয়, দুই আসনে রেকর্ড ৩ লাখ ভোটে এগিয়ে রাহুল

বারাণসী লোকসভা আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি কংগ্রেসের প্রার্থী অজয় রাইকে দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। তৃতীয় অবস্থানে ছিলেন বহুজন সমাজ পার্টির আথের জামাল লরি। 

গণনার প্রাথমিক রাউন্ডে কংগ্রেসের রাই ৬ হাজার ২৩৩ ভোটে প্রধানমন্ত্রী মোদির চেয়ে এগিয়ে ছিলেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এগিয়ে যান নরেন্দ্র মোদি। এর আগে ২০১৪ এবং ২০১৯ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন মোদী। 

এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তর প্রদেশের রায়বেরেলিতে বিশাল বিজয়ের পথে এগিয়ে যাচ্ছেন। উত্তর প্রদেশ তো বটেই সম্ভবত লোকসভা নির্বাচনে সর্বাধিক ব্যবধানে বিজয়ী হতে চলেছেন তিনি। রাহুল গান্ধী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিজেপির দীনেশ প্রতাপ সিংয়ের চেয়ে ৩ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছে। বেলা সোয়া ৩টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্যে এমন ব্যবধানই দেখা গেছে। আর তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসীতে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ১ লাখ ৪০ হাজার ভোটে এগিয়ে ছিলেন। 

সোনিয়া গান্ধী ২০০৪ সাল থেকে রায়বেরেলি আসনটি দখলে রেখেছিলেন। ২০১৯ সালে বিজেপির দীনেশ প্রতাপ সিংয়ের বিরুদ্ধে ১ লাখ ৬৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচন থেকে সরে গিয়ে রাজ্যসভায় চলে যান। সেই আসনটিতে প্রার্থী হোন রাহুল গান্ধী। 

রাহুল গান্ধী ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমেথি লোকসভা আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। গত নির্বাচনে রাহুল গান্ধী বিজেপির স্মৃতি ইরানির কাছে আমেথিতে পরাজিত হন। তবে কেরালায় আসনে জয়ী হন। আমেথিতে এবার স্মৃতি ইরানি বিশাল ব্যবধানে হেরেছেন। জিতেছেন কংগ্রেসের সিনিয়র নেতা কিশোরী লাল শর্মা। 

এবারও দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী—রায়বেরেলি (উত্তর প্রদেশ) এবং ওয়ানাদ (কেরালা)। দুটি আসনেই এগিয়ে রয়েছেন তিনি। ওয়েনাদে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের অ্যানি রাজার থেকে ৩ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। 

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ২৯০টি আসনে এগিয়ে রয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ ব্লক ২৩৫টি আসনে এগিয়ে রয়েছে। ঘাঁটিতে উত্তর প্রদেশেও ধরাশায়ী বিজেপি। কংগ্রেস–সমাজবাদী পার্টি জোট বিজেপির চেয়ে অনেক এগিয়ে রয়েছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে