হোম > বিশ্ব > ভারত

 টিকার পূর্ণ ডোজ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত ৮৭ হাজার মানুষ

টিকার পূর্ণ ডোজ নিয়েও ভারতে ৮৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর পূর্ণ ডোজ টিকা নিয়ে করোনায় আক্রান্ত হওয়া ৪৬ শতাংশই কেরালার। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কেরালায় প্রায় ৮০ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে যারা করোনা প্রথম ডোজ টিকা পেয়েছেন। আর দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ।

কেরালায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শঙ্কার মধ্যে পড়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

সূত্র জানায়, প্রায় ২০০ করোনা রোগীর থেকে নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্স করা হয়েছে। তবে এতে নতুন কোনো ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। 

এ পর্যন্ত করোনার বেশ কয়েকটি ধরন দেখেছে বিশ্ব। এর মধ্যে অতি সংক্রামক ছিল ডেলটা যেটি ভারতে প্রথম শনাক্ত হয়। 

কেরালার ওয়ায়ানাদেও করোনা রোগী শনাক্ত হয়েছে যে শতভাগ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

 ভারতের কেরালা রাজ্যে গত একদিনে ২১ হাজার ৪২৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সেখানে গত একদিনে করোনায় মারা গেছেন ১৭৯ জন।

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি