হোম > বিশ্ব > ভারত

ভারত উল্টো পথে হাঁটছে: অরুন্ধতী রায়

বুকারজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায় ভারতকে একটি উল্টো হয়ে ওড়া বিমানের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘দেশটি দুর্ঘটনার দিকে যাচ্ছে।’ ভারতের কারাগারে বন্দী মানবাধিকারকর্মী জি এন সাইবাবার নির্বাচিত কবিতা ও চিঠি সংকলিত বই ‘হোয়াই ডু ইউ ফিয়ার মাই ওয়ে সো মাচ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গতকাল বুধবার অরুন্ধতী এমন মন্তব্য করেছেন। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

গতকালের অনুষ্ঠানে অরুন্ধতী রায় বলেন, ‘সম্পদ ও জমির পুনর্বণ্টনের জন্য সেই ষাটের দশক থেকে ‘‘সত্যিকার বিপ্লবী আন্দোলন’’ চলে আসছে। আর এখনকার নেতারা মাত্র পাঁচ কেজি চাল আর এক কেজি লবণ বিতরণ করেই ভোট চাইছেন এবং নির্বাচনে জিতেও যাচ্ছেন।’ 

প্রখ্যাত এই লেখক আরও বলেন, ‘সম্প্রতি আমি আমার একজন পাইলট বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি উল্টো করে বিমান চালাতে পারো? সে হা হা করে হেসে উঠেছিল। আমি বললাম, ভারত এখন সেভাবেই চলছে। এই দেশের নেতারা ভারত নামের বিমানটিকে উল্টো করে চালাচ্ছেন। সবকিছু পড়ে যাচ্ছে। আমরা নিশ্চিতভাবে একটি দুর্ঘটনার দিকে যাচ্ছি।’ 

ভারতকে ‘পরিশীলিত আইন শাস্ত্রের দেশ’ উল্লেখ করে অরুন্ধতী বলেন, ‘ভারতে পরিশীলিত আইন রয়েছে। কিন্তু এখানে জাত, পাত, শ্রেণি ও লিঙ্গের ভিত্তিতে আইন প্রয়োগ করা হয়।’ 

গড অব স্মল থিংকস ও দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস উপন্যাসের এই লেখক বলেন, ‘আজ এখানে আমরা কী করতে এসেছি? একজন অধ্যাপকের ব্যাপারে কথা বলতে এসেছি, যিনি ৯০ শতাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়েও সাত বছর ধরে জেল খাটছেন। আমাদের দেশে কী হচ্ছে তা বোঝার জন্য এটিই যথেষ্ট। আমাদের আর বেশি কিছু বলার দরকার নেই। আমরা কোন দেশে বাস করছি, তা বোঝার জন্য এই একটি ঘটনাই যথেষ্ট। কী লজ্জা!’ 

জি এন সাইবাবার শরীরের ৯০ শতাংশ পক্ষাঘাতগ্রস্ত। তিনি হুইলচেয়ার ব্যবহার করেন। মাওবাদীদের সঙ্গে সম্পর্ক এবং ‘দেশের বিরুদ্ধে যুদ্ধ চালানোর’ মতো কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালে ভারতের মহারাষ্ট্রের গদচিরোলি জেলার একটি দায়রা আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। 

সাইবাবা দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাম লাল আনন্দ কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তাঁর বইটি প্রকাশ করেছেন ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডি রাজা। তিনি সাইবাবার অবিলম্বে মুক্তি দাবি করেছেন। 

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী