হোম > বিশ্ব > ভারত

দলবদল ঠেকাতে মরিয়া কংগ্রেস

কলকাতা প্রতিনিধি

ভোটের ফলাফল প্রকাশের আগেই দলবদল ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। তাদের দেখাদেখি আম আদমি পার্টি (আপ) এবং তৃণমূলকেও একই ভূমিকায় দেখা যাচ্ছে। তবে বেশির ভাগ বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপির এমনিতেই জিতবে বিভিন্ন রাজ্যে। দলবদলের প্রশ্নে এখন সবার নজর গোয়ার দিকে। 

মাত্র ৪০ আসনের গোয়া বিধানসভায় ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস। ইতিমধ্যেই বিজেপি-বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন তারা। সেই সঙ্গে দলের ভাঙন রুখতে প্রার্থীদের হোটেলবন্দী করে রাখা হয়েছে। দলের শীর্ষস্থানীয় নেতারা সেখানে অবস্থান করছেন। কংগ্রেসের পাশাপাশি তৃণমূল ও আপ একইরকম ভাবে দলের ভাঙন রুখতে মাঠে নেমে পড়েছে। গোয়ার পাশাপাশি কংগ্রেস উত্তরাখণ্ডেও দলবদল রুখতে মরিয়া। সেখানে কংগ্রেসের সরকার গঠনের সম্ভাবনা রয়েছে, এমনটাই আভাস জরিপের। পাঞ্জাবে কংগ্রেস হারতে পারে এই আশঙ্কার মধ্যেও বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিত সিং চন্নি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাবেক ক্রিকেটার নবজ্যোত সিং সিধুর মধ্যে বিবৃতির লড়াই অব্যাহত। 

পর্যবেক্ষকদের মতে, এই দুইয়ের দ্বন্দ্বে পাঞ্জাব হাত ছাড়া হলো কংগ্রেসের। মণিপুরে গতবার সবচেয়ে বেশি আসন পেয়েও কংগ্রেস সরকার গড়তে পারেনি। দলবদল রুখতে তাই এবার প্রথম থেকেই সক্রিয়। ভোট গণনার আগে কংগ্রেসের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জেতা আসন ধরে রাখা। তাই মরিয়া চেষ্টা চলছে রাজ্যে রাজ্যে। উত্তর প্রদেশে অবশ্য সেই ঝামেলা নেই। কারণ কংগ্রেস নেতারা অনেকেই ধরে নিয়েছেন, দলবদল করার মতো ফলও তাদের হবেনা। বাকি চার রাজ্যেই দলবদলের আতঙ্ক গ্রাস করেছে কংগ্রেসকে। তাই রাহুল-ঘনিষ্ঠ নেতারা ছুটে গেছেন চার রাজ্যে।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা