হোম > বিশ্ব > ভারত

গুজরাটে ৪৩ বছরের পুরোনো সেতু ভেঙে গাড়ি-ট্রাক নদীতে, ৯ জনের মৃত্যু

কলকাতা সংবাদদাতা

ভাদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী গম্ভীরা সেতু। ছবি: এনডিটিভি

গুজরাটে মহিসাগর নদীর ওপরের ৪৩ বছরের পুরোনো একটি সেতুর মাঝের অংশ ভেঙে গেছে। এ সময় বেশ কয়েকটি যানবাহন পানিতে পড়ে যায়। প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নদীতে ডুবে গেছেন আরও কয়েকজন। এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভাদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী গম্ভীরা সেতুর মাঝের অংশ ভেঙে একটি জ্বালানিবাহী ট্রাক বিপজ্জনকভাবে ঝুলে আছে। আর নিচে পড়ে গেছে কিছু যানবাহন।

স্থানীয়রা অভিযোগ করে জানান, বহুদিন ধরেই সেতুটির অবস্থা খারাপ ছিল। ভারী যানবাহন চলাচলের সময় এই ভেঙে পড়ার ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় দুটি ট্রাক, একটি পিকআপ ভ্যান ও একটি ছোট যাত্রীবাহী গাড়ি সেতুর ভাঙা অংশের সঙ্গে নদীতে পড়ে যায়। চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় স্তব্ধ হয়ে যান স্থানীয় বাসিন্দারা।

ঘটনার পরপরই পুলিশ, দমকল ও স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধারকাজে নামে। নদীতে ডুবুরি নামানো হয়। ওই এলাকায় যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে এবং বিকল্প রুট চালু করা হয়েছে।

পুলিশ ইন্সপেক্টর বিজয় চরণ জানান, আজ সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে সেতুর এক অংশ ভেঙে নদীতে পড়ে যায়। সেতুতে থাকা চারটি যানবাহনও এ সময় নদীতে পড়ে যায়। এ ঘটনায় চারজনকে উদ্ধার করা হয়েছে।

জেলা কালেক্টর অনিল ধমেলিয়া জানান, এ দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাট সরকার।

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা