হোম > বিশ্ব > ভারত

ইডি কার্যালয়ে যাননি রাহুল গান্ধী, আছেন বিদেশে

কলকাতা প্রতিনিধি

বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে। এনেছে, ভারতের আর্থিক দুর্নীতির বিষয়ে তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট-ইডি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি কার্যালয়ে তলব করা হয়েছে ও সোনিয়া ও রাহুলকে। দুজনকে দেওয়া হয়েছিল পৃথক তারিখ। রাহুলকে ডাকা হয়েছিল আগে আজ ২ জুন।

তবে কংগ্রেসের সাবেক এই সভাপতি বর্তমানে বিদেশে থাকায় আজ হাজির হতে পারেননি ইডি কার্যালয়ে। তবে কংগ্রেস জানিয়েছেন, আগামী ৫ জুন দেশে ফিরে তারপর রাহুল ইডির কার্যালয়ে যাবেন। 

এদিকে, ইডি কার্যালয়ে যাওয়ার জন্য সোনিয়াকে সময় দেওয়া হয়েছে আগামী ৮ জুন। তবে, আজ হঠাৎ কোভিড পজিটিভ হয়েছেন বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী। । বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা সোনিয়া গান্ধীর কোভিড পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আগামী ৮ জুনই ইডি কার্যালয়ে যাবেন সোনিয়া গান্ধী। 

এর আগে, গত ১ জুন কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় ২ জুন রাহুলকে এবং ৮ জুন সোনিয়া গান্ধীকে হাজির হতে নির্দেশ পাঠায় ইডি।

তবে আইনি প্রক্রিয়ায় ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া এবং রাহুল দুই গান্ধীকেই ইডির জেরা থেকে বাঁচানোর চেষ্টাও চালাচ্ছে কংগ্রেস। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তোলা হয়েছে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ। কেবল কংগ্রেস নেতাদেরই নয়, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা থেকে শুরু করে বিজেপিবিরোধী নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে তদন্তের নামে হয়রানির অভিযোগ তুলে আন্দোলনে নামছে কংগ্রেস। 

কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা বলেছেন, বিরোধীদের জেলের ভয় দেখিয়ে গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। এ সময় তিনি সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন। 

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক