হোম > বিশ্ব > ভারত

ইডি কার্যালয়ে যাননি রাহুল গান্ধী, আছেন বিদেশে

কলকাতা প্রতিনিধি

বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে। এনেছে, ভারতের আর্থিক দুর্নীতির বিষয়ে তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট-ইডি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি কার্যালয়ে তলব করা হয়েছে ও সোনিয়া ও রাহুলকে। দুজনকে দেওয়া হয়েছিল পৃথক তারিখ। রাহুলকে ডাকা হয়েছিল আগে আজ ২ জুন।

তবে কংগ্রেসের সাবেক এই সভাপতি বর্তমানে বিদেশে থাকায় আজ হাজির হতে পারেননি ইডি কার্যালয়ে। তবে কংগ্রেস জানিয়েছেন, আগামী ৫ জুন দেশে ফিরে তারপর রাহুল ইডির কার্যালয়ে যাবেন। 

এদিকে, ইডি কার্যালয়ে যাওয়ার জন্য সোনিয়াকে সময় দেওয়া হয়েছে আগামী ৮ জুন। তবে, আজ হঠাৎ কোভিড পজিটিভ হয়েছেন বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী। । বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা সোনিয়া গান্ধীর কোভিড পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আগামী ৮ জুনই ইডি কার্যালয়ে যাবেন সোনিয়া গান্ধী। 

এর আগে, গত ১ জুন কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় ২ জুন রাহুলকে এবং ৮ জুন সোনিয়া গান্ধীকে হাজির হতে নির্দেশ পাঠায় ইডি।

তবে আইনি প্রক্রিয়ায় ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া এবং রাহুল দুই গান্ধীকেই ইডির জেরা থেকে বাঁচানোর চেষ্টাও চালাচ্ছে কংগ্রেস। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তোলা হয়েছে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ। কেবল কংগ্রেস নেতাদেরই নয়, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা থেকে শুরু করে বিজেপিবিরোধী নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে তদন্তের নামে হয়রানির অভিযোগ তুলে আন্দোলনে নামছে কংগ্রেস। 

কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা বলেছেন, বিরোধীদের জেলের ভয় দেখিয়ে গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। এ সময় তিনি সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন। 

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির