ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর মালদা জেলায় বজ্রপাতে তিন শিশুসহ সাতজন মারা গেছেন। এই বজ্রপাতে ৯টি গবাদিপশুও মারা গেছে। মালদা জেলার ম্যাজিস্ট্রেটের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহতরা হলেন কৃষ্ণ চৌধুরী (৬৫), উম্মে কুলসুম (৬), দেবশ্রী মণ্ডল (২৭), সোমিত মণ্ডল (১০), নজরুল এসকে (৩২), রবিজন বিবি (৫৪) ও এষা সরকার (৮)।
ম্যাজিস্ট্রেট নিতিন সিংহানিয়া জানান, মালদায় প্রবল বজ্রপাতের কারণে সাতজনের মৃত্যু হয়েছে। পুরোনো মালদায় একজন ও বাকি ছয়জন কালিয়াচক এলাকায় প্রাণ হারিয়েছেন।
এ ছাড়া মালদহের বাঙ্গিটোলা হাইস্কুলের কাছে স্কুল চলাকালে বজ্রপাতে কমপক্ষে ১২ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। আহত ছাত্রদের চিকিৎসার জন্য বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল ও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নিতিন সিংহানিয়া। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দিয়েছেন।