হোম > বিশ্ব > ভারত

রাহুল বনাম হিমন্ত: ‘ভারত জোড়ো ন্যায় যাত্রাকে’ ঘিরে আসামে উত্তাপ

ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রার’ আজ বুধবার ছিল ১১তম দিন। রাহুল গান্ধীর নেতৃত্বে মণিপুর রাজ্য থেকে শুরু হওয়া এই যাত্রা নাগাল্যান্ড হয়ে ৬ দিন আগে আসামে প্রবেশ করেছে। তবে এই সময়ের মধ্যে আসামের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নানাভাবে যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ কংগ্রেসের। গত সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে রাহুলকে একটি মন্দিরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও আছে। সর্বশেষ আজ বুধবার রাহুলকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন হিমন্ত। 

এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন, তিনি রাহুল গান্ধীর গ্রেপ্তার করাবেন, তবে এটা লোকসভা নির্বাচনের পর। এ বিষয়ে তিনি বলেন, ‘যদি আমরা এখনই ব্যবস্থা নিই, তবে তারা এটিকে রাজনৈতিক চাল বলবে।’

এর আগে গত মঙ্গলবার রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

হিমন্ত শর্মা দাবি করেন, কংগ্রেস একটি ঝামেলা পাকাতে চাইছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই যাত্রার আসল উদ্দেশ্য হলো আসামকে বিরক্ত করা এবং আসামের শান্তিকে নষ্ট করা। আমরা তার মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যকে পরাজিত করেছি এবং তাকে ধুবরির বাইরে যা করতে চায়, তা করতে দিন।’

রাহুলের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা একটি বিশেষ তদন্ত দল গঠন করব। এই দলই মামলাটি তদন্ত করবে এবং লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরই আমরা তাঁকে গ্রেপ্তার করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে। গতকালই গুয়াহাটিতে একটি বড় ধরনের অঘটন ঘটতে পারত, যেভাবে সে মানুষকে উসকে দিয়েছে।’ 

কংগ্রেসের অভিযোগ, গত সোমবার রামমন্দির উদ্বোধনের দিন রাহুল গান্ধীকে তাঁর বহরসহ রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে দূরে থাকার হুমকি দিয়েছিলেন হিমন্ত। সেদিনই ভারত জোড়ো ন্যায় যাত্রার বহরে বিজেপির সন্ত্রাসীরা অন্তত দুবার হামলা করেছে। পাশাপাশি রাহুলকে একটি মন্দিরে প্রবেশেও বাধা দিয়েছিল রাজ্য কর্তৃপক্ষে। শেষ পর্যন্ত রাস্তায় বসে প্রতিবাদ জানিয়ে দিনটি শেষ করেছিলেন কংগ্রেস নেতা। 

গতকাল মঙ্গলবার রাহুলের বিরুদ্ধে মামলার পর তিনি ব্যঙ্গ করে বলেছিলেন, ‘আমি জানি না, হিমন্ত বিশ্বশর্মা কীভাবে এই ধারণা পেয়েছেন, মামলা করে তিনি আমাকে ভয় দেখাতে পারেন। যত মামলাই করুন, আরও ২৫টি মামলা করুন, আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না। বিজেপি-আরএসএস আমাকে ভয় দেখাতে পারে না।’

১৪ জানুয়ারি শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা টানা ৬৬ দিনে ৬ হাজার ৭১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে। আগামীকাল বৃহস্পতিবার এই বহর আসাম ছেড়ে যাবে বলে জানা গেছে।

দেশীয় খাবার নিয়ে বর্ণবাদের শিকার: যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলার ক্ষতিপূরণ পেলেন ভারতীয় যুগল

ঠান্ডা পানিতে নামলেন না উদ্ধারকর্মী, ৭০ ফুট গভীর গর্তে যুবকের মৃত্যু

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়