হোম > বিশ্ব > ভারত

মমতার সম্প্রসারিত মন্ত্রিসভায় যুক্ত হলেন ৯ জন

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও দলীয় নেত্রীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকরের ভাবমূর্তি উজ্জ্বল করতেই মন্ত্রিসভা সম্প্রসারণের ঘোষণা দেন। রাজ্যের গভর্নর লা গনেশন স্থানীয় সময় আজ বুধবার বিকেলে কলকাতার রাজভবনে ৯ জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।

নতুন নিয়োগপ্রাপ্ত ৯ মন্ত্রীর মধ্যে একজনকে প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন। নতুন মন্ত্রীদের মধ্যে ৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রী, বাকিরা প্রতিমন্ত্রী। মন্ত্রিসভায় উল্লেখ্যযোগ্য মুখ সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি থেকে আসা গায়ক বাবুল সুপ্রিয় এবং সাবেক বাম নেতা উদয়ন গুহ।

মমতার মন্ত্রিসভার সদস্য সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডে মারা যাওয়ায় বহু আগেই দুটি পদ খালি হয়ে পড়ে। সম্প্রতি অর্থ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হন দলের মহাসচিব ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন মমতা। ফলে তিনটি গুরুত্বপূর্ণ পদ খালি হয়। সেই সঙ্গে বাদ দেওয়া হয়েছে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত পরেশ অধিকারীকেও।

মমতা নিজেই জানান, সরকার চালাতে অসুবিধা হচ্ছে তাঁর। তাই আজ বুধবার একজনকে পদোন্নতিসহ নতুন ৮ জন নতুন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা উপস্থিত থাকলেও মন্ত্রিসভার রদবদল নিয়ে নতুন করে কোনো মন্তব্য করেননি। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের দাবি, ‘যোগ্য ব্যক্তিদের যোগ্যস্থানে বসানো হয়েছে।’ তবে বিরোধীদের কটাক্ষ, দুর্নীতিতে নিমজ্জিত গোটা দল। তাই তৃণমূলকে ফের ‘চোরদের দল’ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী ডা. অর্চনা মজুমদার।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে পার্থ গ্রেপ্তার হন। তাঁর সহযোগীদের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ। 

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা