হোম > বিশ্ব > ভারত

গরুর গুঁতায় ধরাশায়ী বিজেপি নেতা 

গুরুর গুঁতায় ধরাশায়ী হয়েছেন ভারতের গুজরাট রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা নিতিন প্যাটেল। তাঁর নেতৃত্বাধীন ‘তেরঙা যাত্রা’ শীর্ষক একটি মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় গরুটি দ্রুতবেগে এসে তাঁকে আঘাত করে। সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের মাহসেনা জেলার কাদি শহরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিতিন প্যাটেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর বাম পায়ের হাড়ে ফাটল দেখা দিয়েছে বলে জানান চিকিৎসকেরা। 

প্রাথমিক চিকিৎসা শেষে সাংবাদিকদের নিতিন প্যাটেল নিজেই বলেন, ‘কাদিতে একটি তেরঙা যাত্রার আয়োজন করা হয়েছিল যেখানে প্রায় ২ লোকের অংশগ্রহণ ছিল। মিছিলের জন্য নির্ধারিত দূরত্বের প্রায় ৭০ শতাংশ অতিক্রমে একটি সবজি বাজারে পৌঁছানোর সময় হঠাৎ একটি গরু ছুটে আসে।’ তিনি জানান, এই হঠাৎ সংঘর্ষে তিনিসহ আরও বেশ কয়েকজন মাটিতে পড়ে যান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা যায়, নিতিন প্যাটেল মিছিলের অগ্রভাবে একটি তেরঙা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তাঁর আশপাশের বেশ কয়েকজন তাঁকে ঘিয়ে এগিয়ে যাচ্ছেন। এমন সময় মিছিলের সামনে থেকে দ্রুতবেগে একটি গরু ছুটে আসে। এসে নিতিনের শরীরের ডান পাশে আঘাত করে চলে যায়। তৎক্ষণাৎ নিতিন মাটিতে পড়ে যান। যাওয়ার সময় গরুটি আরও বেশ কয়েকজনকে আহত করে। 

সেখান থেকে দ্রুত নিতিন প্যাটেলকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে তাঁর এক্স-রে এবং সিটি স্ক্যান করা হয়। এক্স-রে থেকে দেখা যায়, তাঁর বাম পায়ের হাড়ে ছোট ফাটল রয়েছে। তবে তিনি মাথায় কোনো আঘাত পাননি। 

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত