হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে লোকালয়ে ঢুকে মানুষকে আক্রমণের পর রুমে আটকা চিতা বাঘ

ভারতের এক গ্রামে ইতস্তত ঘুরে বেড়ানো একটি চিতা বাঘ এক বাড়িতে ঢুকে পড়ে। প্রাণীটির আক্রমণে গ্রামের পাঁচজন মানুষ আহত হন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি উত্তর দিল্লির ওয়াজিরাবাদের একটি গ্রামের।

জগৎপুর গ্রামের একটি বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পাশের বাড়িতে ঢুকে পড়ার পর একটি ঘরে আটকে ফেলা হয় তাকে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে চিতা বাঘটিকে উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চিতা বাঘটিকে কিছু লোক তাড়া করছে। অন্যরা আবার ভয়ে ছুটছেন।

এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে। 

দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ছয়টা ২০ মিনিটের দিকে (স্থানীয় সময়) ঘটনাটির বিষয় জানতে পারে ফায়ার সার্ভিস।  সঙ্গে সঙ্গে দুজন সদস্যকে পাঠানো হয় সেখানে। 

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা চিতা বাঘটিকে একটি কামরায় আটকে ফেলেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বলেন দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) প্রধান অতুল গর্গ।

স্থানীয় একজন বাসিন্দা জানান, ভোর সাড়ে ৪টার দিকে প্রথম দেখা যায় চিতা বাঘটিকে। সোয়া ৫টার দিকে বিষয়টি সরকারি কর্তৃপক্ষকে জানানো হয়।  চিতা বাঘটি এক ডজনের বেশি মানুষকে আক্রমণের চেষ্টা করে এবং তাদের কয়েকজনকে আহত করে।

ডেপুটি কমিশনার অব পুলিশ (উত্তর) এম একে মিনা বলেন, জাতপুর গ্রামের এক বাড়িতে চিতা বাঘ প্রবেশের বিষয়ে একটি ফোন আসে। তারপর স্থানীয় পুলিশ সেখানে পৌঁছে এবং বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পাঁচজন মানুষ চিতা বাঘের আক্রমণে আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের নাম মাহেন্দের, আকাশ এবং রামপাল বলে জানা গেছে।

বন বিভাগের সাতজন কর্মী, দিল্লি ফায়ার সার্ভিসের একটি দল এবং স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন এখন।

স্থানীয় একজন বাসিন্দা জানান, গ্রামটির চারপাশ জঙ্গলে ঘেরা। তবে গ্রাম ও বনের মাঝখানে বেড়া বা অন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের ১ তারিখ দক্ষিণ দিল্লির সৈনিক ফার্মে একটি চিতা বাঘের আগমন ঘটে। কিছু ভিডিওতে আবাসিক এলাকার গলিপথে প্রাণীটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। ৬ ডিসেম্বর একে শেষ দেখা যায়। বন বিভাগের ধারণা, চিতা বাঘটি তারপর আসোলি ভাট্টি বন্য প্রাণী অভয়ারণ্যে ফিরে গেছে। এর এক সপ্তাহ পর উত্তর দিল্লির অলিপুরের খাতুশিয়াম মন্দিরের কাছে ন্যাশনাল হাইওয়ে ৪৪-এ একটি কারের সঙ্গে ধাক্কা লাগলে একটি চিতা বাঘের মৃত্যু হয়।

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস