হোম > বিশ্ব > ভারত

এবার ইভিএম নিয়ে প্রশ্ন তুললেন রাহুল, নেপথ্যে ইলন মাস্কের টুইট

ভারতের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) ‘ব্ল্যাক বক্স’ হিসেবে আখ্যা দিয়েছেন কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, এটি এমন একটি ভোট পদ্ধতি যার কারচুপি যাচাইয়ের উপায় নেই কারও। ইভিএমের ব্যবহার ভারতের নির্বাচন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও উল্লেখ করেছেন তিনি।

ইভিএম নিয়ে ইলন মাস্কের একটি মতামত শেয়ার করে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের ইভিএম পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। গত শনিবার এক্স মাধ্যমেই এক টুইটে ইভিএম নিয়ে ইলন মাস্ক লিখেছিলেন—ইলেকট্রনিক ভোটিং মেশিনকে আমাদের বাদ দেওয়া উচিত। কারণ মানুষ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এটি হ্যাক হওয়ার অনেক বেশি ঝুঁকি থাকে।

মাস্কের সেই দাবিকে সমর্থন করে নিজের ওয়ালে এটিকে শেয়ার করেন রাহুল গান্ধী। পাশাপাশি তিনি ভারতের নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রসঙ্গ টানেন। কংগ্রেস নেতা মত দেন, প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা না থাকলে গণতন্ত্র একটি প্রতারণায় পরিণত হয়।

ইলন মাস্কের মত ছাড়াও সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত খবরও টুইটে জুড়ে দেন রাহুল। ওই খবরে দাবি করা হয়েছে, মুম্বাইয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি আসনে মাত্র ৪৮ ভোটে জয় পাওয়া একজন শিবসেনা প্রার্থীর আত্মীয়ের মোবাইল ফোন দিয়ে ইভিএমে প্রবেশ করা যায়।

এদিকে মাস্কের সেই দাবির বিরোধিতা করে কড়া বার্তা দিয়েছেন ভারতের সাবেক আইটি মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। মাস্কের ইভিএম নিয়ে পোস্টের জবাবে চন্দ্রশেখর তাঁকে এ বিষয়ে ভারতের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়