হোম > বিশ্ব > ভারত

প্রতিবাদ ও সমালোচনা গণতন্ত্রের অঙ্গ, ভারতের প্রধান বিচারপতি

প্রতিনিধি, কলকাতা

সমালোচনা ও প্রতিবাদ গণতন্ত্রের অঙ্গ। কথাটি মনে করিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রমন। তাঁর মতে, সরকারের সমালোচনা করলেই সেটা দেশবিরোধী বলে ধরে নেওয়া অনুচিত। সেই সঙ্গে নিরপেক্ষ ও শক্তিশালী বিচার ব্যবস্থার পক্ষেও মত প্রকাশ করেন তিনি। তাঁর এই বক্তব্যকে সঠিক ও সময়োপযোগী বলে মনে করেন ভারতীয় আইনজীবীদের বড় অংশ।

বিরোধী শিবির থেকে প্রায়ই অভিযোগ করা হয়, ভারতের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বহুবার কটাক্ষ করেছেন, ‘দেশে সুপার ইমারজেন্সি চলছে। প্রতিবাদী কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে মোদি সরকার।’

সরকারের সমালোচনাকে রাষ্ট্রের সমালোচনা হিসেবে ধরে নিয়ে দেশবিরোধী মামলা হচ্ছে প্রতিবাদীদের বিরুদ্ধে। এমন পর্যবেক্ষণ বিভিন্ন আদালত আগেই জানিয়েছেন। এই অবস্থায় ভারতের প্রধান বিচারপতি রমন গতকাল বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, ‘নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনা করাও গণতান্ত্রিক প্রক্রিয়ারই অঙ্গ।’ সেই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ‘ভোট দিয়ে সরকার বদল করলেই ভোটাররা স্বৈরতন্ত্র থেকে মুক্তি পাবেন—এমন কোনো রক্ষাকবচও নেই।’

ভারতের প্রধান বিচারপতির মতে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবারই উচিত বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকা। তিনি সব পক্ষকেই যুক্তিগ্রাহ্য ও দায়িত্বশীল আইনের শাসন মেনে চলার পরামর্শ দেন। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তাঁর মতামতকে স্বাগত জানিয়েছেন অনেকেই। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক বিচারপতির মতে, ‘বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। বিচার ব্যবস্থার ওপর আস্থা বাড়াতে হলে গণতন্ত্রের প্রতিও মানুষকে শ্রদ্ধাশীল করতে হবে।’ 

প্রধান বিচারপতির মন্তব্যকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও কলকাতার সাবেক মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য। ভারতের জাতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য বিকাশরঞ্জন মনে করেন, ‘নিরপেক্ষ বিচার ব্যবস্থা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে প্রতিবাদ ও আন্দোলন করার অধিকার সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। মানুষের বাক্‌স্বাধীনতা হরণ করে গণতন্ত্রকে বাঁচানো যায় না।’

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার