হোম > বিশ্ব > ভারত

মিজোরামে আশ্রয় নিয়েছে ৩০ হাজারেরও বেশি মিয়ানমারের শরণার্থী

কলকাতা প্রতিনিধি

ভারতের মিয়ানমার সীমান্তবর্তী রাজ্য মিজোরামে আশ্রয় নিয়েছে মিয়ানমারের অন্তত ৩০ হাজার নাগরিক। দেশটির ৩০ হাজার ৩১৬ জন নাগরিক মিজোরামে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। গত রোববার মিজোরাম রাজ্য সরকারের তরফ থেকে এই তথ্য জানানো হয়। 

রাজ্য সরকার জানিয়েছে, মিয়ানমারে সামরিক শাসন জারির পর থেকে ৯ জুলাই পর্যন্ত ৩০ হাজার ৩১৬ জন শরণার্থী মিজোরামে আশ্রয় নিয়েছেন।

আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৪ জন আইনপ্রণেতাও রয়েছেন। মিয়ানমার থেকে আসা শরণার্থীদের মধ্যে নারী রয়েছে ১০ হাজার ৪৭ জন এবং শিশুর সংখ্যা ১১ হাজার ৭৯৮। এ ছাড়া অন্তত ১৬ জন জনপ্রতিনিধিও শরণার্থী হিসেবে মিজোরামে অস্থায়ীভাবে বসবাস করছেন। 

এদের মধ্যে ৩০ হাজার ৮৪ জনের সচিত্র পরিচয়পত্রও রাজ্য সরকার বানিয়ে দিয়েছে। তবে এই পরিচয়পত্র কেবল তাদের চিহ্নিত করার জন্যই ব্যবহৃত হবে। এর মাধ্যমে আশ্রয়প্রার্থীরা কোনো ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিতে পারবেন না। 

এদিকে, মাত্র ১২ লাখ মানুষ বসবাসকারী ভারতের এই ছোট্ট রাজ্যটিতে ১৫৬টি শরণার্থীশিবির খোলা হয়েছে শরণার্থীদের জন্য। রাজ্যের বিভিন্ন অঞ্চলে এসব শরণার্থীশিবির খোলা হয়েছে। এর মধ্যে ৪১টি শিবির খোলা হয়েছে। এ ছাড়া, লংটলাইতে ৩৬টি এবং চাম্ফাই নামক এলাকায় স্থাপন করা হয়েছে ৩৩টি শিবির।  

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে