হোম > বিশ্ব > ভারত

মিজোরামে আশ্রয় নিয়েছে ৩০ হাজারেরও বেশি মিয়ানমারের শরণার্থী

কলকাতা প্রতিনিধি

ভারতের মিয়ানমার সীমান্তবর্তী রাজ্য মিজোরামে আশ্রয় নিয়েছে মিয়ানমারের অন্তত ৩০ হাজার নাগরিক। দেশটির ৩০ হাজার ৩১৬ জন নাগরিক মিজোরামে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। গত রোববার মিজোরাম রাজ্য সরকারের তরফ থেকে এই তথ্য জানানো হয়। 

রাজ্য সরকার জানিয়েছে, মিয়ানমারে সামরিক শাসন জারির পর থেকে ৯ জুলাই পর্যন্ত ৩০ হাজার ৩১৬ জন শরণার্থী মিজোরামে আশ্রয় নিয়েছেন।

আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৪ জন আইনপ্রণেতাও রয়েছেন। মিয়ানমার থেকে আসা শরণার্থীদের মধ্যে নারী রয়েছে ১০ হাজার ৪৭ জন এবং শিশুর সংখ্যা ১১ হাজার ৭৯৮। এ ছাড়া অন্তত ১৬ জন জনপ্রতিনিধিও শরণার্থী হিসেবে মিজোরামে অস্থায়ীভাবে বসবাস করছেন। 

এদের মধ্যে ৩০ হাজার ৮৪ জনের সচিত্র পরিচয়পত্রও রাজ্য সরকার বানিয়ে দিয়েছে। তবে এই পরিচয়পত্র কেবল তাদের চিহ্নিত করার জন্যই ব্যবহৃত হবে। এর মাধ্যমে আশ্রয়প্রার্থীরা কোনো ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিতে পারবেন না। 

এদিকে, মাত্র ১২ লাখ মানুষ বসবাসকারী ভারতের এই ছোট্ট রাজ্যটিতে ১৫৬টি শরণার্থীশিবির খোলা হয়েছে শরণার্থীদের জন্য। রাজ্যের বিভিন্ন অঞ্চলে এসব শরণার্থীশিবির খোলা হয়েছে। এর মধ্যে ৪১টি শিবির খোলা হয়েছে। এ ছাড়া, লংটলাইতে ৩৬টি এবং চাম্ফাই নামক এলাকায় স্থাপন করা হয়েছে ৩৩টি শিবির।  

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক