হোম > বিশ্ব > ভারত

মিজোরামে আশ্রয় নিয়েছে ৩০ হাজারেরও বেশি মিয়ানমারের শরণার্থী

কলকাতা প্রতিনিধি

ভারতের মিয়ানমার সীমান্তবর্তী রাজ্য মিজোরামে আশ্রয় নিয়েছে মিয়ানমারের অন্তত ৩০ হাজার নাগরিক। দেশটির ৩০ হাজার ৩১৬ জন নাগরিক মিজোরামে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। গত রোববার মিজোরাম রাজ্য সরকারের তরফ থেকে এই তথ্য জানানো হয়। 

রাজ্য সরকার জানিয়েছে, মিয়ানমারে সামরিক শাসন জারির পর থেকে ৯ জুলাই পর্যন্ত ৩০ হাজার ৩১৬ জন শরণার্থী মিজোরামে আশ্রয় নিয়েছেন।

আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৪ জন আইনপ্রণেতাও রয়েছেন। মিয়ানমার থেকে আসা শরণার্থীদের মধ্যে নারী রয়েছে ১০ হাজার ৪৭ জন এবং শিশুর সংখ্যা ১১ হাজার ৭৯৮। এ ছাড়া অন্তত ১৬ জন জনপ্রতিনিধিও শরণার্থী হিসেবে মিজোরামে অস্থায়ীভাবে বসবাস করছেন। 

এদের মধ্যে ৩০ হাজার ৮৪ জনের সচিত্র পরিচয়পত্রও রাজ্য সরকার বানিয়ে দিয়েছে। তবে এই পরিচয়পত্র কেবল তাদের চিহ্নিত করার জন্যই ব্যবহৃত হবে। এর মাধ্যমে আশ্রয়প্রার্থীরা কোনো ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিতে পারবেন না। 

এদিকে, মাত্র ১২ লাখ মানুষ বসবাসকারী ভারতের এই ছোট্ট রাজ্যটিতে ১৫৬টি শরণার্থীশিবির খোলা হয়েছে শরণার্থীদের জন্য। রাজ্যের বিভিন্ন অঞ্চলে এসব শরণার্থীশিবির খোলা হয়েছে। এর মধ্যে ৪১টি শিবির খোলা হয়েছে। এ ছাড়া, লংটলাইতে ৩৬টি এবং চাম্ফাই নামক এলাকায় স্থাপন করা হয়েছে ৩৩টি শিবির।  

ঠান্ডা পানিতে নামলেন না উদ্ধারকর্মী, ৭০ ফুট গভীর গর্তে যুবকের মৃত্যু

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি